Instagram nature_lover_8872 নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে ভিডিও। সেই ভিডিও দেখে গা শিউরে উঠবে না, এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই। ভিডিওয়োয় দেখা যাচ্ছে ছেলেটি তার কোলে একটি বিশাল অজগরকে নিয়ে তাকে বেজায় আদর করছে।
advertisement
ভাইরাল সেই ভিডিও দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আস্ত ছাগলও খেয়ে ফেলতে পারে যে পাইথন, সেই অজগরই মানুষের আশপাশে খুব ঘনিষ্ঠ অবস্থায় তাদের বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এমনটা কি আদৌ কল্পনা করা হয়! কিন্তু অজগরকে কোলে নিয়ে বসা ছেলেটিকে কিন্তু একফোঁটাও ভয় পেতে দেখা যাচ্ছে না।
আসলে প্রাণিরা নিজে থেকে মানুষের ক্ষতি করে না। অজগরও নয়। সময় মতো যদি তাকে খাবার দেওয়া হয়, তাকে পরিচর্যা করা হয়, তাকে ভালবাসা হয়, তাহলে এই বিশালাকার ভয়াল সাপও যে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে, এমনটা তো হলফ করে বলছেন খোদ বিশেষজ্ঞেরা। তবে অবশ্যই, এঅই সমস্ত ক্ষেত্রে অজগর পোষার যথেষ্ট প্রশিক্ষণ থাকা উচিত। উচিত সচেতন থাকাও।
