সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃদ্ধার ফোকলা মুখের তৃপ্তি৷ তাঁর বলিরেখা শীর্ণ হাত ধরে আছে ঝাভিয়া হুইটেকারকে৷ ওই সদ্যোজাতই তাঁর ৬০০ তম উত্তরসূরি৷ ম্যাডেল মেয়ের ঘরের এক পুতি গ্রেসি স্নো সেই ছবি সম্প্রতি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ সেখানে একই ফ্রেমে ধরা পড়েছে পরিবারের ৬ প্রজন্ম৷
ম্যাডেল নিজে ১৫ বছর বয়সে বিয়ে করেন ৫০ বছর বয়সি ব্যক্তিকে৷ সেই ব্যক্তির আগের পক্ষের ১০ জন সন্তান ছিল৷ তার পরেও যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় প্রথম স্ত্রীর৷ এর পর বিয়ে করেন ম্যাডেলকে৷ ১৬ বছর বয়সে তিনি প্রথম বার মা হন৷ এর পর ক্রমে মোট ১৩ টি সন্তানের জন্ম দেন ম্যাডেল৷ তার পর কয়েক প্রজন্ম ধরে ছড়িয়েছে উত্তরসূরির শাখাপ্রশাখা৷ প্রত্যেক প্রজন্মেই মেয়েরা প্রথম সন্তান প্রসব করেছেন ১৯ বছর বয়সের আশেপাশে৷ ফলে ৯৮ বছর বয়সেই এত জন উত্তরসূরিকে দেখতে পেরেছেন ম্যাডেল৷
তবে এখানেই যাত্রার শেষ চান না বৃদ্ধা৷ নিজের শতবর্ষ পূর্ণ করার পাশাপাশি পেতে চান পরিবারের আরও নতুন মুখকে৷