TRENDING:

Offbeat: ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী

Last Updated:

Offbeat: কিছু দিন আগে তিনি ৬০০ নম্বর প্রশাখার মুখ দেখলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেন্টাকি : শতবর্ষীয়া হতে বাকি আর ২ বছর৷ তার আগেই নাতি, পুতি, তাদের নাতিপুতি মিলিয়ে ৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা৷ এখন তিনি ভাইরাল নেটদুনিয়ায়৷ বৃদ্ধার নাম ম্যাডেল টেলর হকিন্স৷ কিছু দিন আগে পর্যন্ত তাঁর নাতিপুতির শাখাপ্রশাখার সংখ্যা ছিল ৫৯৯৷ তার মধ্যে ১০৬ জন নাতিনাতনি, ২২২ জন পুতি বা নাতিনাতনির সন্তান, ২৩৪ জন গ্রেট গ্রেট গ্র্যান্ডচিল্ড্রেন বা পুতিদের সন্তানসন্ততি, ৩৭ জন গ্রেট গ্রেট গ্রেট গ্র্যান্ডচিল্ড্রেন অর্থাৎ পুতিদের নাতিনাতনি৷ কিছু দিন আগে তিনি ৬০০ নম্বর প্রশাখার মুখ দেখলেন৷
৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা
৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা
advertisement

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃদ্ধার ফোকলা মুখের তৃপ্তি৷ তাঁর বলিরেখা শীর্ণ হাত ধরে আছে ঝাভিয়া হুইটেকারকে৷ ওই সদ্যোজাতই তাঁর ৬০০ তম উত্তরসূরি৷ ম্যাডেল মেয়ের ঘরের এক পুতি গ্রেসি স্নো সেই ছবি সম্প্রতি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ সেখানে একই ফ্রেমে ধরা পড়েছে পরিবারের ৬ প্রজন্ম৷

আরও পড়ুন :  রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের

ম্যাডেল নিজে ১৫ বছর বয়সে বিয়ে করেন ৫০ বছর বয়সি ব্যক্তিকে৷ সেই ব্যক্তির আগের পক্ষের ১০ জন সন্তান ছিল৷ তার পরেও যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় প্রথম স্ত্রীর৷ এর পর বিয়ে করেন ম্যাডেলকে৷ ১৬ বছর বয়সে তিনি প্রথম বার মা হন৷ এর পর ক্রমে মোট ১৩ টি সন্তানের জন্ম দেন ম্যাডেল৷ তার পর কয়েক প্রজন্ম ধরে ছড়িয়েছে উত্তরসূরির শাখাপ্রশাখা৷ প্রত্যেক প্রজন্মেই মেয়েরা প্রথম সন্তান প্রসব করেছেন ১৯ বছর বয়সের আশেপাশে৷ ফলে ৯৮ বছর বয়সেই এত জন উত্তরসূরিকে দেখতে পেরেছেন ম্যাডেল৷

advertisement

আরও পড়ুন :  প্রয়াত অভিনেতা হৃদমাঝারেই, সব রীতি নীতি মেনে সম্পন্ন অভিষেকের মৃত্যুবার্ষিকীর শ্রাদ্ধকাজ, রইল তার কিছু মুহূর্ত

তবে এখানেই যাত্রার শেষ চান না বৃদ্ধা৷ নিজের শতবর্ষ পূর্ণ করার পাশাপাশি পেতে চান পরিবারের আরও নতুন মুখকে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Offbeat: ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল