বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এদিন দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার বিভাগের কর্মকর্তারা বলেছেন যে ২১ ডিসেম্বর, ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ছেড়েছিল বলে জানা গেছে। এরপর রাস্তায় বাসের একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়।
advertisement
দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভোর ৪টের দিকে এণই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসের সঙ্গে আরও একটি গাড়িরও সংঘর্ষ হয়। তবে গাড়িতে থাকা তিন যাত্রীই কোনওমতে প্রাণে বেঁচে যান।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2024 4:40 PM IST