TRENDING:

জেলে কয়েদির মধ্যে মারপিট, দাঙ্গা! মৃত ৩২

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তাজাকিস্তান: ১৫০০ কয়েদিকে রাখা হয়েছিল এই জেলে। সব কয়েদিই বড় বড় নাশকতা করার জন্যই এই জেলে এনে রাখা হয়েছিল। তাদের খুন করতে দু মিনিট সময় লাগে না। হাত কাঁপেও না। কারণ খুন করাতে তাদের থেকে বেশি সিদ্ধহস্ত বোধহয় আর কেউ নেই। এই জেলেই কয়েদিরা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধায়। সেই ঝামেলায় একে অপরকে মারতে শুরু করে তারা। ধর্ম নিয়েও চলে মার দাঙ্গা।
advertisement

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলের দায়িত্বে থাকা আধিকারিকরা গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়। ৩২ জনের মধ্যে ২৪ জন কয়েদি। এই নাশকতার ঘটনাটি ঘটেছে তাজাকিস্তানের রাজধানিতে অবস্থিত জেলে। যদিও এই রকম নাশকতা এই জেলে আগেও হয়েছে বলে জানা যাচ্ছে। কয়েদিরা শুধু মারপিট করেই থেমে যায়নি। তারা জেলের আস্তাবলে আগুনও লাগিয়ে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
জেলে কয়েদির মধ্যে মারপিট, দাঙ্গা! মৃত ৩২