ডিবিও, ফুকচে ও নিয়োমা-- এই তিন অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডই অ্যাক্টিভেট করা হয়েছে৷ সব বিমানঘাঁটির অভিমুখই চিনের দিকে৷ নৌসেনার মাল্টিটাস্কার P-8I আকাশে টহল দিচ্ছে৷ নজর রাখছে চিন সেনার গতিবিধি৷ লাদাখে চিনের সঙ্গে শেয়ার করা ১ হাজার ৫৯৭ কিমি সীমান্তে ৬৫টি পয়েন্টে সেনা টহল আরও বাড়ানো হয়েছে৷
গালওয়ান ভ্যালি, দেপসাং, প্যাংগং ও উত্তর সিকিমে নাকু লায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধের মতো নির্মাণ চলছে৷ প্রায় ২ মাস হয়ে গেল, সীমান্তে ভারত-চিন মুখোমুখি৷ একাধিক আলোচনার পরেও কোনও সমাধান হয়নি সমস্যার৷ বরং উত্তেজনা আরও বাড়ছে৷
advertisement
চিন সেনাও ট্যাঙ্ক, মিসাইল ইউনিট, যুদ্ধ বিমান জড়ো করছে সীমান্তে৷ স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ভারতের দিকে পরিকাঠামো তৈরি করছে চিন সেনা৷ প্যাংগঙে ফিঙ্গার ফোরের কাছে একটি হেলিপ্যাডও তৈরি হয়েছে৷
চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রির কথায়, 'প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকে নির্মাণ বন্ধ করতেই হবে চিনকে৷ না হলে মিলিটারি স্ট্যান্ডঅফ চলতেই থাকবে৷ কোনও সমাধান হবে না৷'