হিমাচলের কিন্নর জেলায় তিব্বত সীমান্ত রয়েছে৷ চিনের সঙ্গেও কিন্নরের সীমান্ত হয়৷ মোরঙ্গ ঘাঁটিতে কুনু চাঙ্গের আগে খেমকুল্লা -র কাছ অবধি রাস্তা বানিয়েছে৷ চিন ২ কিলোমিটার নো মেন্স ল্যান্ডে রাস্তা বানানোর আশঙ্কা করা হচ্ছে৷ মাস দুয়েক আগে ৯ সদস্যের একটি দল ও আধা সেনারা সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার এগিয়ে গিয়েছিলেন৷ সেখানেই সেনারা রাস্তা তৈরির কাজ হচ্ছে দেখতে পায়৷ সেখানে ছিল রাস্তা তৈরির যন্ত্র ও উপকরণ৷ সাঙ্গলা-র ছিটকুলে-র পিছনে তিব্বতে-র যমরঙ্গয়ে সড়ক তৈরির কাজও হচ্ছে৷ এর পাশাপাশি কিন্নর ও কুন্নু চারঙ্গ গ্রামে -র রঙ্গরিক ডুম্মা অবধি সীমান্তে অন্ধকার নামলেই ড্রোনের ওড়ার বিষয় লক্ষ্য করা গেছে৷ যার জেরে সেই এলাকায় ইউএফও আতঙ্কও তৈরি হয়েছে৷
advertisement
হিমাচল প্রদেশে-র কিন্নর ও লাহুল স্পীতিতে ২৪২ কিলোমিটার লম্বা তিব্বত সীমান্ত এলাকা রয়েছে৷ স্পীতিতেও বর্ডার রয়েছে৷ সমধো বর্ডারে মার্চ ও এপ্রিল মাসে চিনা হেলিকপ্টারের উপস্থিতিও টের পাওয়া গেছে৷
এদিকে ভারতও লড়াইয়ের জন্য তৈরি৷ সিমলায় ইতিমধ্যেই চিনুক হেলিকপ্টার পৌঁছে গেছে৷ এই প্রথমবার চিনুক হিমাচলে পৌঁছেছে৷