TRENDING:

জমি দিয়েই লাদাখে চিনের সঙ্গে সমঝোতা, মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

Last Updated:

বৃহস্পতিবারই লাদাখ সীমান্ত নিয়ে সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্র মোদিকে 'কাপুরুষ' বলে কটাক্ষ রাহুলের৷
নরেন্দ্র মোদিকে 'কাপুরুষ' বলে কটাক্ষ রাহুলের৷
advertisement

বৃহস্পতিবারই লাদাখ সীমান্ত নিয়ে সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এ দিন সাংবাদিক বৈঠক করে রাহুল গাঁধি অভিযোগ করেছেন, রাজনাথ সিং শুধুমাত্র পূর্ব লাদাখের অবস্থা নিয়েই তথ্য দিয়েছেন৷ কিন্তু গোগরা, হট স্প্রিং এলাকা নিয়ে তিনি একটিও কথা বলেননি৷ রাহুলের অভিযোগ এখনও এই জায়গাগুলি দখল করে চিনা সেনারা বসে রয়েছেন৷ চাঁচাচোলা ভাষায় রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী কাপুরুষের মতো চিনের কাছে আত্মসমর্পণ করেছেন৷

advertisement

রাহুল গাঁধি বলেন, 'এখন বলা হচ্ছে আমাদের বাহিনী ফিঙ্গার থ্রি পর্য়ন্ত মোতায়েন করা থাকবে৷ অথচ ফিঙ্গার ফোর পর্যন্ত আমাদের এলাকা ছিল৷ আমরা ফিঙ্গার ফোর থেকে পিছিয়ে ফিঙ্গার থ্রি-তে চলে এসেছি৷ নরেন্দ্র মোদি কেন আমাদের দেশের জমি চিনের হাতে তুলে দিলেন? কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ডেপস্যাং সমতলভূমি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী একটা কথাও বলেননি৷ অথচ ওই জায়গা দিয়েই চিনারা প্রবেশ করেছিল৷ সত্যিটা হল প্রধানমন্ত্রী চিনকে আমাদের জমি দিয়ে দিয়েছেন৷ ওনার দেশবাসীকে জবাব দেওয়া উচিত৷'

advertisement

রাহুল আরও অভিযোগ করেন, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ু সেনার উপরে তাঁর ভরসা রয়েছে৷ তাঁরা দেশের সুরক্ষায় নিজেদের সর্বস্ব পণ করছেন৷ অথচ প্রধানমন্ত্রী তাঁদের এই বলিদানের মর্যাদা না দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন৷ রাহুলের প্রশ্ন, লাদাখ নিয়ে কেন প্রধানমন্ত্রী নিজে সংসদে বিবৃতি দিলেন না?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

বৃহস্পতিবার রাজনাথ সিং সংসদে দাবি করেছিলেন, লাদাখে প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ পাড় থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত এবং চিন৷ একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছিলেন, চিনের সঙ্গে কোনও সমঝোতার পথে হাঁটেনি ভারত৷ দেশের এক ইঞ্চি জমিও চিনের হাতে তুলে দেওয়া হবে না বলে রাজ্যসভায় আশ্বস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
জমি দিয়েই লাদাখে চিনের সঙ্গে সমঝোতা, মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল