অ্যানড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালায় এই চিনা অ্যাপ এবং তথ্য চুরি করে৷ এই অভিযোগ ছিল৷ তাই এবার চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি এই সিদ্ধান্ত সরকারের৷
এই পদক্ষেপের জন্য সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন The Confederation of All India Traders ( CAIT) প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে৷ ইতিমধ্যেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে তারা৷ তাদের সেই ডাকে যে আরও জোরদার হবে, মনে করেছেন এই সংগঠন৷
advertisement
advertisement
৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণার ফলে চিনা মাল বয়কটের ডাক আরও জোরালো হবে৷ এর ফলে দেশের শক্তি বাড়াবে৷ এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বাড়রে দেশের ঐক্য৷ বলছে The Confederation of All India Traders ( CAIT) ৷
Location :
First Published :
June 29, 2020 9:44 PM IST