গত শুক্রবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ভারতীয় ভূখণ্ডের কোনও অংশ বা সেনা পোস্ট দখল করতে পারেনি চিন৷ এর পরই বেজিং দাবি করে, ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট, সেদিনের সংঘর্ষ চিনা ভূখণ্ডেই ঘটেছিল এবং তাঁদের জমিতে অনুপ্রবেশ করেছিল ভারতীয় সেনা৷ প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে দেশের মধ্যেও একই প্রশ্ন উঠতে শুরু করে৷ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিশানা করেই এবার মোদিকে বিঁধলেন তাঁর পূর্বসূরী মনমোহনও৷
advertisement
একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন করে বলেছেন, 'দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার স্বার্থে কর্নেল সন্তোষবাবু এবং অন্যান্য জওয়ানরা যে চূড়ান্ত আত্মবলিদান দিয়েছেন, তা যাতে বৃথা না যায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে৷' মনমোহন আরও বলেছেন, সরকার যদি তা করতে ব্যর্থ হয় তাহলে তা 'মানুষের আস্থার প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা' হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে৷
বিবৃতিতে মনমোহন লিখেছেন, 'এই মুহূর্তে আমরা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে৷ সরকার কী সিদ্ধান্ত নেয়, তার উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছুই নির্ভর করছে৷ যাঁরা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের উপরেই এই মহৎ দায়িত্ব রয়েছে৷ আমাদের গণতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব প্রধানমন্ত্রীর দফতরের উপরে ন্যস্ত রয়েছে৷ তাঁর কথার কী মানে দাঁড়াতে পারে এবং দেশের নিরাপত্তা, রণকৌশল ও স্বার্থের উপরে তার কী প্রভাব পড়তে পারে, প্রধানমন্ত্রীর সেই বিষয়ে সব সময়ে সতর্ক থাকা উচিত৷'