গত ১৮ জানুয়ারি এই ঘটনা ঘটলেও আজ, সোমবার তা প্রকাশ্যে এসেছে৷ লাদাখে অচলাবস্থা কাটাতে ভারত এবং চিনের সেনার মধ্যে নবম দফার বৈঠকের আগেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল৷ সরকারি সূত্রের খবর, চিনাদের তুলনায় ঘটনাস্থলে অনেক বেশি সংখ্যক ভারতীয় জওয়ান ছিলেন৷ মূলত হাতাহাতিতেই জড়িয়ে পড়ে দু' পক্ষ৷ কোনও রকমের অস্ত্রের ব্যবহার হয়নি৷ ভারতীয়দের বাধা পেয়ে বাধ্য হয়েই পিছিয়ে যায় চিনা বাহিনী৷ সংখ্যায় বেশি থাকায় ভারতীয়দের দিকে আহতের সংখ্যাও কম৷ তুলনায় বেশি সংখ্যক চিনা সেনা আহত হয়েছেন৷ তবে কারও আঘাতই গুরুতর নয়৷ তবে গোটা সংঘাতের প্রক্রিয়া প্রায় ১৬ ঘণ্টা ধরে স্থায়ী হয়েছিল বলেই খবর৷
advertisement
তবে এই সংঘাতের ঘটনার পরেও চিনের সঙ্গে আলোচনার পথ থেকে পিছিয়ে আসছে না ভারত৷ তবে সংঘর্ষের পরে স্থানীয় ভাবে দু' দেশের সেনা কম্যান্ডাররাও নিজেদের মধ্যে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা শুরু করেন৷ তবে এই ঘটনার পর আরও সতর্ক হয়ে উঠেছে ভারতীয় বাহিনী৷ ভারতের আশঙ্কা, শীত যত কমবে, শুধু লাদাখ বা সিকিম নয়, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ডের সীমান্তেও চিনা আগ্রাসন আরও বাড়বে৷