TRENDING:

লাদাখে ফের নতুন প্রস্তাব চিনের, খারিজ করল ভারত

Last Updated:

চিনের এই মনোভাব দেখেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা কম্যান্ডারদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: দু' পক্ষই সমান দূরত্বে পিছু হঠবে৷ লাদাখে ফিঙ্গার এরিয়া নিয়ে জটিলতা কাটাতে এবার এমনই নতুন প্রস্তাব দিল চিন৷ যদিও চিনের এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারত৷ সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
advertisement

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে জটিলতা কাটাতে কূটনৈতিক স্তরের পাশাপাশি সামরিক স্তরেও আলোচনা চলছে৷ যদিও ফিঙ্গার এরিয়া সহ কয়েকটি জায়গায় এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চিনা বাহিনী৷ বারংবার আলোচনাতেও জট কাটছে না৷ উল্টে নতুন নতুন যুক্তি এবং শর্ত নিয়ে হাজির হচ্ছে চিন৷ ফলে তিন মাস ধরে কথা চললেও ঐক্যমতে পৌঁছনো সম্ভব হচ্ছে না৷

advertisement

চিনের এই মনোভাব দেখেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা কম্যান্ডারদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ চিনের সঙ্গে এই সীমান্ত জটিলতা দীর্ঘ দিন ধরে চলবে বলেই ধরে নিচ্ছে ভারতীয় সেনা৷

গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'ফিঙ্গার ফোর থেকে দু' দেশের বাহিনীই সমান দূরত্বে পিছিয়ে যাক, এমনই প্রস্তাব দিয়েছে চিন৷ ভারতের পক্ষে চিনের এই দাবি মানা সম্ভবপর নয়৷'

advertisement

এই মুহূর্তে প্যাংগং তাসো লেকের কাছে ফিঙ্গার ফাইভের আশেপাশে অবস্থান করছে চিনা সেনা৷ ফিঙ্গার ফাইভ থেকে এইট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করার পাশাপাশি সামরিক সরঞ্জাম এনে রেখেছে তারা৷ এপ্রিল- মে মাসের আগে এই এলাকার পিছন দিকে চিনা সেনাদের ঘাঁটি ছিল৷ ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ফিঙ্গার এরিয়া সম্পূর্ণ খালি করে পুরনো অবস্থানেই ফিরে যেতে হবে চিনা বাহিনীকে৷

advertisement

ভারতের তরফে সূত্ররা দাবি করছেন, চিনের এই নতুন প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না৷ কারণ ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে দু' পক্ষে হওয়া চুক্তি অনুযায়ী যে জায়গাগুলিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে দু' দেশের মধ্য মতানৈক্য থাকবে, সেখানে কোনও পক্ষই কোনওরকম নির্মাণকাজ করবে না৷ অথচ ফিঙ্গার এইট পর্যন্ত ভারতীয় ভূখণ্ড থাকলেও ফিঙ্গার এরিয়াতে নির্মাণকাজ করেছে চিনা সেনা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

ভারত জানিয়ে দিয়েছে, ফিঙ্গার এরিয়া থেকে চিনা সেনা আগে পিছু হঠার পরই ডেপস্যাং সমতল ভূমি, পূর্ব লাদাখ এবং দৌলত বেগ ওল্ডি থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে৷ পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া, গালওয়ান উপত্যকা, গোগরা এবং হট স্প্রিং এলাকায় চিনা বাহিনীর অনুপ্রবেশের পর থেকেই গত এপ্রিল- মে মাস থেকে দুই দেশ সীমান্ত বিবাদে জড়িয়ে পড়েছে৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
লাদাখে ফের নতুন প্রস্তাব চিনের, খারিজ করল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল