TRENDING:

সাদা পোশাকে ভারতে ঢুকে পড়ল চিনা সেনার দল! বাধা পেয়ে পিঠ টান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লেহ: সাদা পোশাকেই ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা ভিতরে ঢুকে পড়ল একদল চিনা সৈন্য৷ কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং আইটিবিপি-র জওয়ানদের বাধায় ফিরে যেতে বাধ্য হল তারা৷ 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'-তে প্রকাশিত একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে৷ কয়েকদিন আগে লেহর থেকে ১৩৫ কিলোমিটার পূ্র্বে নায়োমা এলাকায় এই ঘটনা ঘটেছে৷ রবিবারই এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে৷
advertisement

জানা গিয়েছে, চাংথাং-এর ভারত-চিন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে গাড়ি নিয়ে ঢুকে পড়ে ওই চিনা সেনারা৷ তবে ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং স্থানীয়দের চোখে ধুলো দিতে তাদের পরনে ছিল সাধারণ পোশাক৷ ওই এলাকায় স্থানীয় যাযাবররা নিজেদের গবাদি পশুদের ঘাস খাওয়ার জন্য নিয়ে আসে৷ অভিযোগ, তাঁদেরকে বাধা দেয় চিনা সেনারা৷

কিন্তু উল্টে চিনা সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় মোতায়েন করা আইটিবিপি-র জওয়ানদেরও খবর দেন তাঁরা৷ আইটিবিপি-র জওয়ানরা এলাকায় চলে এসে চিনা সেনাদের বাধা দেওয়ার পরই ফিরে যেতে বাধ্য হয় ওই চিনা সেনারা৷ যদিও এই ঘটনা নিয়ে আইটিবিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লেহর চাংথাং এলাকায় মূলত তিব্বতি শরণার্থীরা আশ্রয় নেয়৷ এ ছাড়াও সেখানে চাংপা যাযাবররা থাকে৷ লাদাখ ভারত এবং চিনের মধ্যে সংঘাত মেটার আগেই এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সাদা পোশাকে ভারতে ঢুকে পড়ল চিনা সেনার দল! বাধা পেয়ে পিঠ টান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল