জানা গিয়েছে, চাংথাং-এর ভারত-চিন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে গাড়ি নিয়ে ঢুকে পড়ে ওই চিনা সেনারা৷ তবে ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং স্থানীয়দের চোখে ধুলো দিতে তাদের পরনে ছিল সাধারণ পোশাক৷ ওই এলাকায় স্থানীয় যাযাবররা নিজেদের গবাদি পশুদের ঘাস খাওয়ার জন্য নিয়ে আসে৷ অভিযোগ, তাঁদেরকে বাধা দেয় চিনা সেনারা৷
কিন্তু উল্টে চিনা সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় মোতায়েন করা আইটিবিপি-র জওয়ানদেরও খবর দেন তাঁরা৷ আইটিবিপি-র জওয়ানরা এলাকায় চলে এসে চিনা সেনাদের বাধা দেওয়ার পরই ফিরে যেতে বাধ্য হয় ওই চিনা সেনারা৷ যদিও এই ঘটনা নিয়ে আইটিবিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
advertisement
লেহর চাংথাং এলাকায় মূলত তিব্বতি শরণার্থীরা আশ্রয় নেয়৷ এ ছাড়াও সেখানে চাংপা যাযাবররা থাকে৷ লাদাখ ভারত এবং চিনের মধ্যে সংঘাত মেটার আগেই এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে৷