TRENDING:

গালওয়ান সংঘর্ষের দায় ভারতের, বাহিনীকে সংযত করার পরামর্শ দিল চিন

Last Updated:

গত ১৫ জুন লাদাখের গালওয়ানে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত এবং চিনের সেনাবাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত ১৫ জুন গালওয়ানে চিনা সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ভারতের ২০ জন জওয়ান৷ সেই ঘটনার প্রায় দু' মাস পরে ঘটনার দায় সরাসরি ভারতের উপরেই চাপাল চিন৷ ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সুন ওয়েডং দাবি করেছেন, 'গালওয়ান সংঘর্ষের দায় চিনের নয়৷'
advertisement

সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নয়াদিল্লিতে চিনা দূতাবাস থেকে প্রকাশিত একটি ম্যাগাজিনে এই দাবি করেছেন চিনা রাষ্ট্রদূত৷ সেখানে তিনি লিখেছেন, 'যদি কেউ ভাল ভাবে ঘটনাটি খতিয়ে দেখেন, তা হলে স্পষ্ট বোঝা যাবে যে এই সংঘর্ষের দায় চিনের নয়৷ উস্কানি দেওয়ার জন্যই ভারতীয় বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সীমান্তে মোতায়েন করা চিনের বাহিনীর উপরে হামলা চালায়৷ ভারতীয় বাহিনী দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তির শর্ত ভঙ্গ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ন্যূনতম নিয়মগুলিরও তারা তোয়াক্কা করেনি৷'

advertisement

শুধু তাই নয়, নরেন্দ্র মোদি সরকারকে পরামর্শ দিয়ে চিনা রাষ্ট্রদূতের লিখেছেন, ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তির ব্যবস্থা করুক ভারত৷ শুধু তাই নয়, বাহিনীকে সংযত করার জন্যও ভারতকে পরামর্শ দিয়েছেন তিনি৷ যাতে ভারতের তরফে উস্কানি দেওয়া বন্ধ হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়৷

গত ১৫ জুন লাদাখের গালওয়ানে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত এবং চিনের সেনাবাহিনী৷ রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ১৬ নম্বর বিহার রেজিমেন্টের কম্যান্ডার সন্তোষ বাবু সহ ২০ জন সেনা৷ হিমাঙ্কের নীচে তাপমাত্রায় আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থেকেই অনেকে মারা যান৷ সাম্প্রতিক অতীতে দুই দেশের বাহিনীর মধ্যে এই ধরনের প্রাণঘাতী সংঘর্ষের উদাহরণ নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়া গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে চিনের পুলিশ৷ অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছিলেন নিম্নমানের সামরিক যানবাহনের কারণেই ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে চিনের সেনাদের মৃত্যু হয়েছে৷ গালওয়ান সংঘর্ষে তাদের কতজন সেনার মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও সরকারি ভাবে জানায়নি চিন৷ যদিও মার্কিন একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনায় অন্তত ৩৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
গালওয়ান সংঘর্ষের দায় ভারতের, বাহিনীকে সংযত করার পরামর্শ দিল চিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল