TRENDING:

অনুপ্রবেশের চেষ্টা করেনি চিনা সেনা, লাদাখে দুই বাহিনীর ধস্তাধস্তির পর দাবি বেজিংয়ের

Last Updated:

ভারতীয় সেনার তরফে দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, পূর্ব লাদাখে স্থিতাবস্থা বদলে দিতে উস্কানিমূলক পদক্ষেপ করে চিনা সেনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেজিং: চিনা বাহিনী কখনওই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয় না৷ লাদাখে ভারতীয় এবং চিনা বাহিনীর মধ্যে নতুন করে ধস্তাধস্তির খবরে এমনই প্রতিক্রিয়া দিল চিনা বিদেশমন্ত্রক৷ ভারতের অভিযোগ ছিল, লাদাখে প্যাংগং হ্রদের কাছে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷ শনিবার রাতে চিনা বাহিনীর এই প্ররোচনামূলক পদক্ষেপে বাধা দেয় ভারত৷ তার পরই দু' দেশের বাহিনীর মধ্যে ধস্তাধস্তি হয় বলে খবর৷ চিনা বিদেশমন্ত্রকের অবশ্য দাবি, উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷
advertisement

এক বিবৃতিতে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান দাবি করেন, 'চিনের সীমান্ত রক্ষা বাহিনী কখনওই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয় না৷'

ভারতীয় সেনার তরফে দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, পূর্ব লাদাখে স্থিতাবস্থা বদলে দিতে উস্কানিমূলক পদক্ষেপ করে চিনা সেনা৷ যা আটকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ চিনা অনুপ্রবেশ রুখতে ওই এলাকায় নজরদারি এবং নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলেও সেনার তরফে জানানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, 'সামরিক ও কূটনৈতিক স্তরে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছিল, তা ভঙ্গ করে স্থিতাবস্থা বদলে দিতে ২৯ তারিখ রাতে পূর্ব লাদাখে প্ররোচনামূলক পদক্ষেপ করে চিনা বাহিনী৷' বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকে চিনা সেনার এই সক্রিয়তা রুখতে বাধা দেয় ভারতীয় বাহিনী৷ একতরফা ভাবে ওই অঞ্চলের পরিস্থিতি বদলে দেওয়ার উদ্দেশ্যে চিনা বাহিনীর গতিবিধি রুখতে ভারতীয় সেনা এলাকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে৷ ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোরই পক্ষে, কিন্তু একই সঙ্গে নিজেদের এলাকার অখণ্ডতা রক্ষার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ৷'

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
অনুপ্রবেশের চেষ্টা করেনি চিনা সেনা, লাদাখে দুই বাহিনীর ধস্তাধস্তির পর দাবি বেজিংয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল