TRENDING:

WB Panchayat Elections Result 2023: 'সিপিআইএম যখন জিতছে, তখনই ব্যালট জানলার বাইরে!' দিনভর ছুটছেন দীপ্সিতা ধর

Last Updated:

WB Panchayat Elections Result 2023: সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল বালির নিশ্চিন্দা পল্লীমঙ্গল বিদ্যামন্দির স্কুল। সিপিএম অভিযোগ করে তাঁদের স্ট্যাম্প মারা ব্যালট পেপার জানালা দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালিঃ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল বালির নিশ্চিন্দা পল্লীমঙ্গল বিদ্যামন্দির স্কুল। সিপিএম অভিযোগ করে তাঁদের স্ট্যাম্প মারা ব্যালট পেপার জানালা দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভোটকেন্দ্র। নর্দমাতে নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সিপিএম-তৃণমূল। শেষমেশ অশান্তির জেরে বাধ‍্য হয়ে দলের কাউন্টিং এজেন্টদের তুলে নেয় সিপিএম।
গণনার দিন উত্তপ্ত হাওড়া!
গণনার দিন উত্তপ্ত হাওড়া!
advertisement

আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়

অশান্তির জেরে ঘটনাস্থলে আসেন সিপিএম-এর যুবনেত্রী দীপ্সিতা ধর। দীপ্সিতা ধর বলেন যে, যখন দেখা যাচ্ছে তাঁদের প্রার্থীরা জয়ী হচ্ছেন তখন শাসক দলের লোকেরা বান্ডিল-বান্ডিল ব্যালট জানালা দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। সিপিএম কর্মীরা প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। নিজের কর্মীদের জীবনের ঝুঁকি নিতে রাজি নন সিপিএম-এর যুবনেত্রী দীপ্সিতা ধর। তাই, কাউন্টিং এজেন্টকে বের করে নেওয়া হচ্ছে।

advertisement

নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় ভোট লুটের ঘটনা। ইলেকশন কমিশনে জানানো হয়েছে তবে কোথাও পুনরায় ভোট হয়নি, জানান বাম নেত্রী দীপ্সিতা ধর। তিনি আরও জানান স্থানীয় বিধায়কের ভোট লুঠ করেছে। সাধারণ মানুষ ভোট দিলে তাঁরা হারবে সেই কথা জেনেই এই কাজ।

আরও পড়ুনঃ গণনায় অশান্তি! কাউন্টিং এজেন্টকে রাস্তায় বাঁধা, সিপিএম বিরুদ্ধে শাসকের অভিযোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এসএফআই নেত্রীর আরও দাবি যে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের কথায় চলছে। আর রাজ্য পুলিশ চলে তৃণমূলের কথায়। অন্যদিকে রাজ্য পুলিশকে পরিচালনা করে তৃণমূল কংগ্রেস। তাই নিরাপত্তা পাচ্ছে না সাধারণ মানুষ। অপরদিকে, লাগাতার অশান্তির জেরে বালি নিশ্চিন্দায় জাতীয় সড়ক অবরোধ বামকর্মী সমর্থকদের। বালির ১৬ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে অভিনব কায়দায় বিক্ষোভ।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
WB Panchayat Elections Result 2023: 'সিপিআইএম যখন জিতছে, তখনই ব্যালট জানলার বাইরে!' দিনভর ছুটছেন দীপ্সিতা ধর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল