আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিতে এসে অন্য মেজাজে ৪ দলের প্রার্থীরা, অবাক দলের কর্মীরা
বোমাবাজি এবং ভাঙচুর নিয়ে উত্তপ্ত উলুবেরিয়া দু’নম্বর ব্লকের তুলসিবেরিয়া অঞ্চলের কুলগাছিয়া শ্রীরামপুর গ্রাম। ওই এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি খোকন মন্ডলের অভিযোগ আজ তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। কিন্তু তার আগে গতকাল রাতে তাঁরা বাড়ি বাড়ি প্রচার করছিলেন। সেই সময় এলাকার সিপিএম কর্মী নাসির খান ওরফে কালো দল বল নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁরা বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাইক এবং গাড়ি ভাঙচুর করে। বাড়িতে মুড়ি-মুরকির মত বোমা ছোড়ে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজাপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে। দুষ্কৃতীরা বোমা মারার পর গাড়িতে চেপে পালিয়ে যায়। তৃণমূলের যুব নেতা খোকন মন্ডলের অভিযোগ তাঁরা যাতে আজ মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সিপিএম। যদিও সিপিএমের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএমের জেলা কমিটির সদস্য সাবিরউদ্দিন মোল্লা বলেন, ‘সিপিএম মারধর ও বোমাবাজির কালচারে বিশ্বাস করে না। ওরা মিথ্যা অভিযোগ করছে। তার মানে ওরা যে বোমাবাজি করবে তার জন্য আগে থেকে রাস্তা পরিষ্কার করছে।’