স্থানীয় এক ব্যক্তি জানায়, কয়েক বছর এই রাস্তার দুরবস্থা। পঞ্চায়েতে একাধিকবার মার্জ পিটিশন দেয়া হয়েছে তবে মেলেনি সুরাহা। বর্ষা শুরু হতে পথ চলতে মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছে, কান্দুয়া স্বাস্থ্য কেন্দ্র, কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়, কান্দুয়া মহাকালী হাই স্কুল, লাইব্রেরী যাবার এই পথ বর্ষার জমা জলে আরও খারাপ হয়ে পড়ছে।
advertisement
আরও পড়ুনঃ উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে ভক্তের ঢল
স্থানীয় মানুষজন জানায় কবে প্রশাসনের নজরে পড়ে সেই দিকেই তাকিয়ে তারা। তবে, এ প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন জানান, রাস্তাটি বেহাল দশা এলাকার মানুষের কথা ভেবে, কিছু দিন আগেই, মন্ত্রী পুলক রায়কে জানিয়ে ছিলাম, উনি পঞ্চায়েত দপ্তরের কর্মীদের পাঠিয়েছিলেন রাস্তার মাপযোগ্য সম্পন্ন হয়েছে। টেন্ডার ও পাশ হয়ে গিয়েছে, আশা করা যায় পুজোর আগে রাস্তার কাজ সম্পন্ন হবে।
Rakesh Maity