সরকারিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি হাওড়ায় সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ারের উদ্যোগে এই হাটের আয়োজন। উদ্যোক্তা সুজিত দত্ত জানান, হাটের মূল লক্ষ হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিন করে তোলা।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী মানুষের সামনে তুলে ধরতে পেরে দারুণভাব আনন্দিত।
advertisement
আবার এই উৎসবের মরশুমে একই স্থানে বিভিন্ন সামগ্রীর পসরা, তার ওপর কোনোটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি আবার কোনটি হাতের কারুকার্য যা দেখতে এবং কেনাকাটা করতে ভীষণভাবে আগ্রহী দেখা যাচ্ছে সাধারন মানুষ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানাচ্ছেন, বছরে এই কয়েকটা দিন হাটের মাধ্যমে তাদের তৈরি জিনিস মানুষের কাছে তুলেধরা বা পৌঁছে দেয়া হচ্ছে যা থেকে সারা বছরের ব্যবসা হতে পারে, তারা লাভের মুখ দেখবে ব্যবসায়। এর ফলে তারা দারুণভাবে উৎসাহিত।
Rakesh Maity