প্রতিমা কাঠামো থেকে দূষিত পদার্থ গুলোকে করা হচ্ছে আলাদা, সেই ছবি ধরা পড়েছে।এদিকে ওই প্রতিমা কাঠামো গুলোকে নদীর পাড়ে তুলে রাখা হচ্ছে, পরে তা নিয়মমাফিক পুনরায় পৌছে যাবে পটুয়া পাড়ায়। প্রসঙ্গত একসময় স্থানীয় মানুষের উদ্যোগেইl রুটি রুজির টানে তারা গঙ্গা থেকে প্রতিমার কাঠামোগুলোকে তুলে পুনরায় বিক্রি করত, সে সময় দেখা যেত বড় কাঠামো গুলো গুরুত্ব বেশি।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ার গ্রামেও জাঁকজমকপূর্ণ দেবীভাসান, সেজে উঠেছে বিসর্জন ঘাট
নদী থেকে বড় কাঠামো তোলার গুরুত্ব বেশি থাকতো ছোটখাটো কাঠামো বা যত্রতত্ত্ব নদীর জলে পড়ে থাকতো, কিন্তু বর্তমানে উলুবেরিয়া পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে গঙ্গা দূষণকে রোধ করতে নদী থেকে প্রতিমার অবশিষ্ট কাঠামো তোলার কাজ। সেই কাজে প্রতিবছরের মত এ বছরেও হাত দিয়েছে উলুবেড়িয়া পৌরসভা এদিকে পৌরসভার পক্ষ থেকে নদীর ঘাট গুলোতে থাকবে বিশেষ নজরদারি অবশিষ্ট কাঠামো নদীতে ভেসে এলেই নদী থেকে উপরে তুলে দেবে পৌরসভার কর্মীরা।
Rakesh Maity