TRENDING:

Howrah News: নিরঞ্জনের পর নদীদূষণ ঠেকাতে পুরসভার উদ্যোগ

Last Updated:

গতকালই বাপের বাড়ি ছেড়ে শশুর বাড়ি অর্থাৎ কৈলাশে পাড়ি উমার। রীতি মেনে দশমী তিথির সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি হাওড়া জেলা জুড়ে চলছে বিসর্জনের পালা গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : গতকালই বাপের বাড়ি ছেড়ে শশুর বাড়ি অর্থাৎ কৈলাশে পাড়ি উমার। রীতি মেনে দশমী তিথির সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি হাওড়া জেলা জুড়ে চলছে বিসর্জনের পালা গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। এদিকে প্রতিমা নিরঞ্জনের পরে গঙ্গার খাট থেকে প্রতিমার অবশিষ্ট কাঠামোর তোলার কাজে হাত দিয়েছে পৌরসভার কর্মীরা মূলত গঙ্গা দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করতেই পৌরসভার উদ্যোগ। গঙ্গা পরিষ্কারের সেই ছবি বৃহস্পতিবার সকালে ধরা পড়লো উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত নদী ঘাটে। বাউরিয়া ঘাটে যেখানে গঙ্গা থেকে প্রতিমা নিরঞ্জনের পর প্রতিমার অবশিষ্ট কাঠামো তোলার কাজ শুরু করেছে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
advertisement

প্রতিমা কাঠামো থেকে দূষিত পদার্থ গুলোকে করা হচ্ছে আলাদা, সেই ছবি ধরা পড়েছে।এদিকে ওই প্রতিমা কাঠামো গুলোকে নদীর পাড়ে তুলে রাখা হচ্ছে, পরে তা নিয়মমাফিক পুনরায় পৌছে যাবে পটুয়া পাড়ায়। প্রসঙ্গত একসময় স্থানীয় মানুষের উদ্যোগেইl রুটি রুজির টানে তারা গঙ্গা থেকে প্রতিমার কাঠামোগুলোকে তুলে পুনরায় বিক্রি করত, সে সময় দেখা যেত বড় কাঠামো গুলো গুরুত্ব বেশি।

advertisement

আরও পড়ুনঃ হাওড়ার গ্রামেও জাঁকজমকপূর্ণ দেবীভাসান, সেজে উঠেছে বিসর্জন ঘাট

 

 

নদী থেকে বড় কাঠামো তোলার গুরুত্ব বেশি থাকতো ছোটখাটো কাঠামো বা যত্রতত্ত্ব নদীর জলে পড়ে থাকতো, কিন্তু বর্তমানে উলুবেরিয়া পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে গঙ্গা দূষণকে রোধ করতে নদী থেকে প্রতিমার অবশিষ্ট কাঠামো তোলার কাজ। সেই কাজে প্রতিবছরের মত বছরেও হাত দিয়েছে উলুবেড়িয়া পৌরসভা এদিকে পৌরসভার পক্ষ থেকে নদীর ঘাট গুলোতে থাকবে বিশেষ নজরদারি অবশিষ্ট কাঠামো নদীতে ভেসে এলেই নদী থেকে উপরে তুলে দেবে পৌরসভার কর্মীরা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: নিরঞ্জনের পর নদীদূষণ ঠেকাতে পুরসভার উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল