আর এই সব কিছুর মাঝে আজও রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় রাস উৎসব। সারা বছর মানুষ উলুবেড়িয়া রাসের অপেক্ষায় থাকেন, মেলায় নানা জিনিসের পসরা, দেড় থেকে দুইশদোকান, মেলায় কেকে পেস্টি থেকে নানা সংসারের জিনিসে। সমস্ত কিছু মিলবে এই মেলায়, এর পাশাপশি আকর্ষণীয় মডেল, রামায়ন মহাভারতের বিভিন্ন চরিত্রের অসংখ্য ছোট বড় মডেল। কোনটি স্থির রয়েছে তো কোনোটি নড়াচড়া করছে, অটোমেটিক। যা কচি কাচাদের পাশাপাশি বড়দের মনও আকৃষ্ট করে।
advertisement
আরও পড়ুনঃ প্রায় ৩০ বছর ধরে স্থায়ী ঠিকানাহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র!
উদ্যোক্তা রঘুনাথ দে জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন , দুই মেদিনীপুর, হুগলী এর পাশাপাশি নদী পেরিয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে মানুষ আসেন, লক্ষাধিক মানুষের জমায়েত এই মেলায়। জানা যায়, কার্তিক পূর্ণিমায় পুজোর দিন থেকে একটু একটু করে আটচালা জুড়ে বিভিন্ন মডেল ও মেলা জমে ওঠে মাঠে, প্রায় এক সপ্তাহ পর থেকে মেলা চলে আগামী এক মাস পর্যন্ত।
Rakesh Maity