TRENDING:

Cricketer Death: কেন এভাবে মৃত্যু হল উঠতি তরুণ ক্রিকেটরের? চাঞ্চল্য এলাকাজুড়ে

Last Updated:

Howrah News: হাওড়ায় এক উদীয়মান তরুণ ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে, মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে জানা যায়, অ্যাসিড জাতীয় খেয়ে আত্মঘাতী ওই তরুণ ক্রিকেটার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: হাওড়ায় এক উদীয়মান তরুণ ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে যা জানা যায়, অ্যাসিড জাতীয় খেয়ে আত্মঘাতী ওই তরুণ ক্রিকেটার।  অভাবের সংসারে বিভিন্ন কারণে টাকা ঋণ নিতে হয় পরিবারকে। সেই ঋণের টাকা শোধ দিতে পারেনি তাঁরা। ফলে পাওনাদারদের থেকে চাপ আসছিল। স্থানীয় সূত্রে খবর, বিভিন্নভাবে চাপের পরিমাণ বাড়তে থাকে। তার ফলেই অবসাদগ্রস্ত হয়ে 'আত্মহত্যা' র পথ বেছে নেয় রোহিত। এমনই দাবি স্থানীয়দের৷
উদীয়মান তরুণ ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য
উদীয়মান তরুণ ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য
advertisement

আরও পড়ুন Hooghly News: হুগলিতে বন্দেভারতে ছোঁড়া হল পাথর, জানলার কাঁচ চূড়মার 

মৃতের নাম রোহিত যাদব (১৮)। রোহিত ২০১৯ এ সিএবি'র অনুর্ধ-১৬ দলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি প্র‍্যাকটিস করতেন ইডেন গার্ডেন্স, লিলুয়া গ্রাউন্ড এ। কিন্তু তার পরিবারের ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে কারণে এ ঘটনা। মৃতের মা এবং বড় দাদা অন্যত্র চলে গিয়েছিলেন। হাওড়ার লিলুয়ায় কাকাদের সঙ্গে থাকতেন রোহিত। পরিবারের সদস্যদের দাবি, ঋণের চাপেই সে কার্যত আত্মহত্যা করতে বাধ্য হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

advertisement

রোহিতের বড় দাদা রাহুল যাদব জানান, ভাই পড়াশোনা করছিল। সেই সঙ্গে ক্রিকেট খেলত। এদিকে ঋণের টাকা শোধের জন্য চাপও ছিল তাঁদের। কি হল কিছু বুঝতে পারছি না।

View More

আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন

advertisement

রোহিতের কাকা সুনীল যাদব জানান, রোহিতের পরিবার চড়া সুদের হারে ঋণ নিয়েছিল। সেই টাকা সময় মত সোধ দিতে পারেনি পরিবার। সে কারণে পাওনাদারেরা মাঝে মধ্যেই এসে কথা শোনাতো। একটা ছোট চায়ের দোকান চালিয়ে কোন রকমে রহিতদের সংসার চলত। পাওনাদারদের চাপে সেই দোকানও বন্ধ করে দিতে হয়েছিল। একটা সময় দোকান দখল করতে চায় পাওনাদারেরা। ছোট ছেলে রোহিত ছাড়া পরিবারের বাকিরা অন্যত্র চলে গিয়েছিল। রোহিত টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেও কর্ণপাত করেনি পাওনাদারেরা। তারপর আর দেনার চাপ সে নিতে পারেনি। অবশেষে রোহিত আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Cricketer Death: কেন এভাবে মৃত্যু হল উঠতি তরুণ ক্রিকেটরের? চাঞ্চল্য এলাকাজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল