উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই নাট্য উৎসব ২৩ তম বর্ষে পা রাখল। তিন দিনে থাকছে মোট সাতখানি নাটক। নাট্য উৎসবে অংশ নিয়েছে বরানগরের 'থিয়েটার প্রসেনিয়াম', 'ইছাপুর আলেয়া', হালিশহরের 'ইউনিটি মালঞ্চ', 'অঙ্গন বেলঘরিয়া', বর্ধমানের 'অন্য ভাবনা'-র মত বাংলার একাধিক স্বনামধন্য নাট্যদল। পাশাপাশি কাজরীর অভিনেতাদের অভিনীত নাটকও মঞ্চস্থ হবে।
আরও পড়ুন: বছরের শুরুতেই উৎসবমুখর দুর্গাপুরবাসী, কল্পতরু মেলায় জনপ্লাবন
advertisement
নাটকের পাশাপাশি প্রতি সন্ধেয় থাকছে সঙ্গীত, নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে অঙ্কন প্রতিযোগিতাও। এই নাট্য উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার ওসি অজয় সিং, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সুচন্দন পোড়েল, উদং-১ পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস সহ অন্যান্যরা।
উদং কাজরীর উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবের কয়েকটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন উদং সহ আশেপাশের গ্রামের মানুষ। বর্তমান স্মার্টফোন যুগেও কাজরীর এই একাঙ্ক নাট্য উৎসবে নাটক দেখতে ভিড় করে আসছেন গ্রামবাসীরা। যা শহরের নাট্যকর্মীদের উৎসাহ জোগাতে পারে।
রাকেশ মাইতি