আরও পড়ুন: প্রায় ৬ হাজার দুষ্প্রাপ্য পুঁথি ডিজিটাইজেশনের কাজ শুরু হাওড়ায়
বারংবার জানালেও সমস্যা সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। কয়েক হাজার পরিবার জল যন্ত্রণায় কাতর। অভিযোগ এই সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েত ও বিভিন্ন দফতরে জানিয়েও মেলেনি সুরাহা বলে অভিযোগ স্থানীয়দের। এই সমস্যা প্রায় ১২-১৪ বছর যাবৎ দিন যত গড়াচ্ছে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। একবার বৃষ্টি হলে সেই জল থাকে সপ্তাহ ব্যাপী, কার্যত বছরে প্রায় ৯-১০ মাস জলমগ্ন এলাকা। জল থৈ থৈ রাস্তা ঘাট মানুষের ঘর বাড়ি খেলার মাঠ সর্বত্র। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান দীর্ঘদিন সেই সমস্যা। নিচু ওই এলাকার পাশ দিয়ে জাতীয় সড়ক যাবার ফলে নিকাশি বাধা প্রাপ্ত হয়েছে, তাতেই সমস্যা বেড়েছে। যদিও আন্দুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিকাশি বহাল রাখার কাজ শুরু হয়েছে | খুব দ্রুত মানুষের সমস্যা সমাধান ঘটবে বলেই আশাবাদী পঞ্চায়েত প্রধান |
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি