আরও পড়ুনঃ
Howrah: রাজ্য সড়কের ওপর ইমারতী দ্রব্য, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে
এরপর চেঁচামেচি করতে থাকেন মামুনি দেবী, তৎক্ষণাৎ এক দুষ্কৃতী তার হাতে গহনা ধরিয়ে দিয়ে চলে যায়। আসল গহনা নিয়ে নকল গহনা হাতে দেয়। অভিযোগ, প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই ছবি ধরা পড়েছে সিসিটিভি তে।ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে বি গার্ডেন থানার পুলিশ। তাদের আশা, খুব তাড়াতাড়ি এই ঘটনার কিনারা করতে পারবেন। দিনের বেলায় এই ধরনের ঘটনায় এলাকায়বাসী আতঙ্কিত। মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে? দুস্কৃতিরা পূলিশের পোশাক কোথা থেকে কিভাবে পেল? তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ ও হতবাক। পুলিশকে কালিমালিপ্ত করতেই পুলিশের পোশাক পরে ছিনতাই করছে দুস্কৃতিরা। দাবি পুলিশের।
advertisement
Location :
First Published :
May 14, 2022 6:54 PM IST