আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন থেকেই শুরু
বাগনান দেউলটির তাপস বাঙাল ও জয়ন্তী বাঙালের দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান। পুত্র সন্তানের নিরাপত্তা নিয়ে কখনও চিন্তা করতে হয়নি এই দম্পতিকে। কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে তাঁরা চিন্তিত ছিলেন। আর তাই ছোট থেকেই মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণে ভর্তি করে দেন। ধীরে ধীরে তারা ক্যারাটেতে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে। আর তাই মেয়েরা টিউশন বা কলেজ সেরে ফিরতে দেরি করলেও আশঙ্কায় বুক কাঁপে না তাপসবাবুর।
advertisement
এই দম্পতির মেয়ে প্রেরণা ক্যারাটেতে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে। তার সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রেরণা বাঙাল ইতিমধ্যেই ক্যারাটের সাহায্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার জিতেছে। কন্যাশ্রী অ্যাওয়ার্ড এসেছে তার ঝুলিতে। পাশাপাশি সে মাছ এবং আঁকাতেও অত্যন্ত দক্ষ আগামী দিনে এই পথেই স্বনির্ভর হয়ে উঠতে চায় এই কিশোরী।
রাকেশ মাইতি