আরও পড়ুন: বন্যপ্রাণ রক্ষায় সচেতন হচ্ছে গ্রামের মানুষ! বিষধর ধরা পড়লেই ডাক পরছে পরিবেশকর্মীর
এই সমস্যা আরও জটিল আকার নিয়েছ ঘর ঘর পানীয় জলের পাইপ লাইন বসানোর পর। গ্রামের প্রধান রাস্তা থেকে ওলি গলিতে রাস্তা বিপজ্জনক রূপ নিয়েছে। গত কয়েক মাসএই সমস্যায় জর্জরিত গ্রামের মানুষ। বেশ কিছু রাস্তা মানুষের পথ চলার অযোগ্য হয়ে পড়েছে। একাংশের মানুষের অভিযোগ চরম গাফিলতি জেরেই মানুষ দুর্ভোগের শিকার। দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলপুর স্বাস্থ্য কেন্দ্র লাগোয়া কংক্রিটের রাস্তা ভেঙে দারুন সমস্যায় স্থানীয় এবং পথ চলতি মানুষ। জল জমার সমস্যা কুলডাঙা বাজার এবং গঙ্গাধরপুর লাইব্রেরী থেকে কালিতলা পর্যন্ত রাস্তা বৃষ্টি নামলেই সমস্যায় পড়েন পথ চলতি মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মানুষের অভিযোগ দীর্ঘদিন এলাকায় নিকাশি সমস্যা ছিলই। এবার সমস্যা আরও জটিল হয়েছে।সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি পাইপ লাইন বসানোর কাজ সম্পূর্ণ হলেই এই সমস্যার দ্রুত সমাধান মিলবে। এদিকে দুর্ভোগ মুক্তির আশায় দিন গুনছে মানুষ।
রাকেশ মাইতি