উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করা হল ব্যালট বক্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ও ৯৯-ক বুথের ভোট গ্রহণ চলছিল। হঠাৎই ওই বুথে হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এমনটাই অভিযোগ এলাকার মানুষের। হামলা চালিয়ে ভাংচুর করা হয় ভোট গ্রহণ কেন্দ্র।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল | West Bengal Panchayat Election Result 2023 LIVE Updates
আরও পড়ুন: ভোটের দিনই নিহত ১৫, মুর্শিদাবাদে খুনের পর খুন ! কমিশনারের নিশানায় কেন্দ্রীয় বাহিনী
আরও পড়ুন: কী ভয়াবহ! বেলা বাড়তেই স্বমহিমায় ভাঙড়, ভোটকেন্দ্রের বাইরেই ঘটল মারাত্মক ঘটনা
ব্যালট বক্স ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। তালা বন্দী করে রাখা হয় ভোট নিতে আসা কর্মীদের। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উলুবেড়িয়ার SDPO-র নেতৃত্বে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুকুর থেকে তোলা হয় ব্যালট বক্স, তালা বন্দীদের মুক্ত করা হয় ভোট নিতে আসা কর্মীদের।
রাকেশ মাইতি