TRENDING:

Numismatics: মুঘল আমল থেকে আজকের দিন পর্যন্ত দুষ্প্রাপ্য ২৫০০ মুদ্রা সংগ্রহে হাওড়ার এই ইলেকট্রিক মিস্ত্রির

Last Updated:

Numismatics: শৈশব থেকেই মুদ্রা সংগ্রহের নেশা মাথায় চেপে বসেছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: অমূল্য এক টাকার কয়েন! মুঘল সম্রাট আকবরের আমল থেকে রানি ভিক্টোরিয়ার আমলের কয়েন। এই অমূল্য এক টাকার কয়েন সংগ্রহে স্থান পেয়েছে ছোট এক টাকার কয়েনও। তৎকালীন মুঘল সাম্রাজ্যের সম্রাটদের সময়ে চালু হওয়া কয়েন, রানির আমল, পঞ্চম ও ষষ্ঠ জর্জ হয়ে স্বাধীন ভারতের সরকারের অনুমোদিত সমস্ত এক টাকার কয়েন রয়েছে কয়েন সংগ্রাহক হাওড়ার ইন্দ্রনাথ বাড়ুই-এর কাছে। সব মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার এক টাকার কয়েন সংগ্রহে আছে বলে জানিয়েছেন ইন্দ্রনাথবাবু।
advertisement

তিনি জানান, শৈশব থেকেই মুদ্রা সংগ্রহের নেশা মাথায় চেপে বসেছিল। সে সময় এক আনা, দু’ আনা-মা বাবার কাছ থেকে যেটা পেতাম সেটাই জমিয়ে রাখতাম।’’ সেই থেকেই সূত্রপাত কয়েন জমান। তিনি জানান সব মিলিয়ে দেশি-বিদেশি কয়েক হাজার কয়েন সংগ্রহে রয়েছে। এখনও অনেক বাকি। তবে বর্তমানে দারুণ অর্থসংকট। ফলে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই কাজ।

advertisement

লেখালেখির নেশা রয়েছে ইন্দ্রনাথবাবুর। আবার পড়ার নেশা অগাধ, বিশ্বকর্মাও বটে। একজন ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে বেশ সুনাম তাঁর। বাড়ির অদূরেই রয়েছে তাঁর দোকান। ইলেকট্রিকের কাজে দক্ষতা থাকলেও ইন্দ্রনাথ বাবুর অধিকাংশ সময় কাটে সংগ্রহের কাজে। কয়েন ছাড়াও বিভিন্ন রকম জিনিস তাঁর সংগ্রহে রয়েছে। ফলে সকাল সন্ধ্যা মিলে দোকানে সময় দেওয়া হয় মাত্র কয়েক ঘণ্টা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সারা জীবনে যা উপার্জন করেছেন, তার অধিকাংশ ব্যয় হয়েছে সংগ্রহের কাজে। আর প্রদর্শনে মেলে তৃপ্তি। আবার এই কাজের সুবাদে বহু বার প্রশংসিত হয়েছেন গুণী জনদের কাছে। তাতে আরও ভাল লাগা বেড়েছে এই কাজে। বর্তমান সময়টা চলেছে টানাপোড়েনের মধ্য দিয়ে। সংগ্রহে থাকা অমূল্য জিনিসপত্রের পরিচর্চা করতেই হিম হিমশিম খাচ্ছেন।

বাংলা খবর/ খবর/হাওড়া/
Numismatics: মুঘল আমল থেকে আজকের দিন পর্যন্ত দুষ্প্রাপ্য ২৫০০ মুদ্রা সংগ্রহে হাওড়ার এই ইলেকট্রিক মিস্ত্রির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল