এ দিকে তার সেই বাগানেই অন্যান্য গাছের সঙ্গে একটু একটু করে বড় হতে থাকে এই নাম না জানা গাছটিও। গত ২৫-৩০ বছরে ধরে রবিন সামন্তের বাগানে গাছটি প্রায় ৪০-৫০ ফুট লম্বা ও প্রায় ৪ ফুট চওড়া হয়ে বেড়ে উঠেছে।
আরও পড়ুনঃ লটারি কেটে প্রথম পুরস্কার ১ কোটি! বাসের খালাসি উৎপল আতঙ্কে-ভয়ে কাঁটা
advertisement
আর তার মাঝে গত কয়েক দিন আগে রবিন সামন্ত দেখেন গাছটিতে আঘাত করলে তা থেকে লাল রঙের আঠা বেরোচ্ছে। যা দেখতে একেবারে হুবহু রক্তের মতো। কিন্তু তিনি এই গাছটির নাম না জানায় সমস্যায় পড়েন। নাম জানতে রবিন পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেন, কিন্তু কেউই এই গাছের নাম বলতে পারেননি। রবিন জানান, প্রথমে এ কথা শুনলে কেউ বিশ্বাস করলেও, পরে স্বচক্ষে দেখে একে একে সকলেই তাঁর দাবি মেনে নেন।
গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ। রবিন সামন্তর বাগানের এই গাছ নিয়ে কৌতুহলের শেষ নেই। তবে এ প্রসঙ্গে উদ্ভিদ বিশেষজ্ঞ সৌরভ দুয়ারী জানান, এই গাছ 'ব্লাড উড ট্রি ' টেরোকারপাস প্রজাতির গাছ হতে পারে।
রাকেশ মাইতি