মঙ্গলবার আবিয়ানের এই অবস্থা শোনার পর ওই পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Minister Arup Roy)। যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই শিশুর শিশুসাথী কার্ড বানিয়ে আজ তা ওই শিশুর পরিবারের হাতে তুলে দেন সমবায় মন্ত্রী। পাশাপাশি শিশুটির অতি দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
এই বিষয়ে মন্ত্রী অরূপ রায় জানান, " মাত্র দু মাসের একটি শিশুর এইরকম অবস্থা সত্যিই বেদনাদায়ক। মুখ্যমন্ত্রীর আনা এই শিশুসাথী প্রকল্পের (Shishusathi Prokolpo) কারণে এই কার্ডের মাধ্যমে ওই শিশুটির সম্পূর্ণ চিকিৎসা বিনা খরচায় করা হবে। কলকাতার পিজি হাসপাতালে অতি দ্রুত শুরু হবে শিশুটির চিকিৎসা পরিষেবা।" একই সঙ্গে ওই পরিবারটির পাশে সবরকমভাবে থাকার আশ্বাসও দেন তিনি ।
advertisement
মন্ত্রীর হাত থেকে শিশুসাথী কার্ড পেয়ে খুশি ওই শিশুর মা আফসানা পারভিন । শিশুর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি অসংখ্য ধন্যবাদ জানান রাজ্যের সমবায় মন্ত্রীকে ।
Santanu Chakraborty