পরিবার সূত্রে জানা যায়, সেই সময় প্রশাসন মূর্তিটি দেখে যান তবে কয়েক মাস কেটে গেলেও কোন উত্তর না পেয়ে মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। মূর্তিটিকে প্রতিষ্ঠা করতে শিবতলা এলাকায় গড়ে তোলা হয়েছিল নতুন মন্দিরও৷ জানা গেছে, পুকুর থেকে মূর্তি উদ্ধার হওয়ার পর বিষয়টি স্থানীয় বাগনান থানায় জানানো হয়েছিল। বাগনান থানার পক্ষ থেকে বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে জানানো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, আর্কোলজিক্যাল সার্ভ অব ইন্ডিয়া কর্তৃপক্ষ হাওড়া জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ওই মূর্তি উদ্ধার করে তাদের হাতে দেওয়ার জন্য অনুরোধ জানায়।
advertisement
আরও পড়ুনঃ সাঁতরাগাছি ব্রিজের মেরামতি শুরু ১৯শে নভেম্বর, কোন পথে কীভাবে যাবেন? জেনে নিন
আর্কিওলজিক্যাল কর্তৃপক্ষের কাছ থেকে এই চিঠি পাওয়ার পরই মূর্তি উদ্ধারের জন্য তৎপর হয় হাওড়া জেলা প্রশাসন। শুক্রবার মূর্তি উদ্ধারে আসেন আর্কিওলজিক্যাল সার্ভের প্রতিনিধিরা। উলুবেড়িয়ার এসডিপিওর নেতৃত্বে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক অরুণাভ সেন সহ বাগনান-১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে, এদিন সকাল থেকেই ওলানপাড়া শিবতলা এলাকায় ছিল গ্রামবাসীদের ভিড়। তাদের বক্তব্য ছিল, কোনোভাবেই মূর্তি হস্তান্তর করা যাবে না। পুলিশ এলে উত্তেজনা আরও বাড়তে থাকে।
আরও পড়ুনঃ অসচেতন পর্যটকরা, দেউলটি জুড়ে প্লাস্টিক আর আবর্জনার পাহাড়
কোনোভাবেই মূর্তি দেওয়া যাবে না, এই দাবি তোলেন এলাকার মানুষ। এরই মাঝে প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এলাকার বিধায়ক অরুণাভ সেন বলেন, ওলানপাড়া এলাকায় মূর্তিটি উদ্ধার হয়েছিল। মূর্তিটির সাথে স্থানীয় গ্রামের মানুষের আবেগ জড়িয়ে। সেটা স্বাভাবিক, কিন্তু বাস্তবটাও বুঝতে হবে। তিনি সাধারন মানুষকে বোঝান, যেকোনো প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হলে তা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হয়। তিনি আরও জানান, এই মূর্তি এই এলাকার গর্ব। তার সঠিক রক্ষণাবেক্ষণ হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মিউজিয়ামে গেলে আগামী দিনে মানুষ তা দেখতে পাবেন।
Rakesh Maity