মনে করা হচ্ছে, জেলার বড় অংশের মানুষকে আর কলকাতার উপর নির্ভর করতে হবে না চিকিৎসা ক্ষেত্রে। প্রশাসন সূত্রে খবর হাসপাতালটি নির্মাণে খরচ হয়েছে ৩৭.৩০ কোটি টাকা। ২৮ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি হচ্ছে আটতলা বিশিষ্ট বহুতল হাসপাতাল। ইতিমধ্যে ঝাঁ চকচকে চার তলা বিল্ডিং সম্পূর্ণ।
আরও পড়ুন:ঘরে ঘরে তৈরি হয় গরম গরম রাবড়ি…বিক্রিও হয় দেদার! হাতের কাছেই আছে এমন গ্রাম..উইকেন্ডে ঘুরে আসবেন নাকি
advertisement
উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান, নবনির্মিত এই সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের স্বাচ্ছন্দের জন্য একাধিক লিফট থাকছে। হাসপাতালে সিসিইউ, এনআইসিইউ, আইটিইউ, ডায়ালিসিসি ইউনিট ছাড়াও অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ একাধিক উন্নত চিকিৎসা পরিষেবা থাকছে। প্রথম পর্যায়ে চারতলা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও চারতলা হবে। আমতা গ্রামীণ হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল মিলিয়ে মোট ৩৭০ শয্যার হাসপাতাল হল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি





