Offbeat Picnic Spot: কলকাতার কাছে নতুন পিকনিক স্পষ্ট, মাখনের মতো রাস্তা! জমিয়ে খাওয়াদাওয়া শেষে ঘরে ফিরুন টাটকা সবজি নিয়ে

Last Updated:
Howrah Offbeat Picnic Spot: এই শীতের সময় পিকনিকের আদর্শ স্থান দামোদর উলুবেড়িয়ার দামোদর পাড়। রাস্তাও খুব ভাল।
1/6
শীতের ছুটিতে মহিষরেখা দামোদর পাড়! এই শীতের সময় পিকনিকের আদর্শ দামোদর নদীপাড়। এখানে নির্ভেজাল প্রকৃতি মানুষকে আকৃষ্ট করে। যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
শীতের ছুটিতে মহিষরেখা দামোদর পাড়! এই শীতের সময় পিকনিকের আদর্শ দামোদর নদীপাড়। এখানে নির্ভেজাল প্রকৃতি মানুষকে আকৃষ্ট করে। যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
এই শীতের সময় প্রকৃতির কোলে বন ভোজনের অনন্দ যা মনে আলাদা তৃপ্তি যোগায়। সারা বছর নানা ব্যস্ততার মধ্যে এই শীতের সময় একটা দিন অন্য ভাবে কাটাতে, শহর ছেড়ে প্রকৃতির কোলে ছুটে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত সারা বছরের স্মৃতি হয়ে থাকে।
এই শীতের সময় প্রকৃতির কোলে বন ভোজনের অনন্দ যা মনে আলাদা তৃপ্তি যোগায়। সারা বছর নানা ব্যস্ততার মধ্যে এই শীতের সময় একটা দিন অন্য ভাবে কাটাতে, শহর ছেড়ে প্রকৃতির কোলে ছুটে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত সারা বছরের স্মৃতি হয়ে থাকে।
advertisement
3/6
যেখানে নদী এসে মেশে গিয়েছে চাষের জমিতে, নদী পাড়ে বড় বড় বৃক্ষের সারি, কাশ বন। কাশবন চাষের জমির বুক চিরে গেছে রেল লাইন । এই জায়গা মনে করিয়ে দেয়, সত্যজিৎ রায়ের লেখা 'পথের পাঁচালী ' অপু-দুর্গার কথা।
যেখানে নদী এসে মেশে গিয়েছে চাষের জমিতে, নদী পাড়ে বড় বড় বৃক্ষের সারি, কাশ বন। কাশবন চাষের জমির বুক চিরে গেছে রেল লাইন । এই জায়গা মনে করিয়ে দেয়, সত্যজিৎ রায়ের লেখা 'পথের পাঁচালী ' অপু-দুর্গার কথা।
advertisement
4/6
যত দিন গড়াচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কলকারখানা তৈরি হয়ে জলা- জঙ্গল কমে আসছে। আর ততই এই রকম প্রকৃতির সৌন্দর্য্যময় স্থানের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। সেই মতোই শীত এলে দূর-দুরন্ত থেকে মানুষ এখানে ভিড় জমাচ্ছেন।
যত দিন গড়াচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কলকারখানা তৈরি হয়ে জলা- জঙ্গল কমে আসছে। আর ততই এই রকম প্রকৃতির সৌন্দর্য্যময় স্থানের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। সেই মতোই শীত এলে দূর-দুরন্ত থেকে মানুষ এখানে ভিড় জমাচ্ছেন।
advertisement
5/6
এই স্থানের জনপ্রিয়তার অন্যতম কারণ সহজ যোগাযোগ ব্যবস্থা। ১৬ নম্বর জাতীয় সড়কের কাছেই। উলুবেড়িয়ার অন্তর্গত মহিষরেখা ব্রিজ। এই শীতের সময় জাতীয় সড়ক থেকে নেমে বাঁধ ধরে পারে অলিখিত পিকনিক স্পট । যা ভীষণ ভাবে মানুষকে আকৃষ্ট করে।
এই স্থানের জনপ্রিয়তার অন্যতম কারণ সহজ যোগাযোগ ব্যবস্থা। ১৬ নম্বর জাতীয় সড়কের কাছেই। উলুবেড়িয়ার অন্তর্গত মহিষরেখা ব্রিজ। এই শীতের সময় জাতীয় সড়ক থেকে নেমে বাঁধ ধরে পারে অলিখিত পিকনিক স্পট । যা ভীষণ ভাবে মানুষকে আকৃষ্ট করে।
advertisement
6/6
পিকনিক শেষে এখানকার চাষের জমিতে কৃষকদের যত্নে ফলান তাজা সবজি শহর থেকে আসা মানুষের বাড়তি পাওনা। বাড়ি ফেরার পথে কপি, বেগুন শাকসবজি ব্যাগ বোঝাই করে নিয়ে ফেরেন অনেকেই। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পিকনিক শেষে এখানকার চাষের জমিতে কৃষকদের যত্নে ফলান তাজা সবজি শহর থেকে আসা মানুষের বাড়তি পাওনা। বাড়ি ফেরার পথে কপি, বেগুন শাকসবজি ব্যাগ বোঝাই করে নিয়ে ফেরেন অনেকেই। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement