আরও পড়ুনঃ Howrah: পুলিশ সেজে অভিনব কায়দায় ছিনতাই আন্দুল রোডে
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে ৪৪ টি শ্রম আইন ছিল যা শমিকদের স্বার্থবাহী শ্রম আইন। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর সঙ্গে ও পার্লামেন্টে আলোচনা না করেই কলমের খোঁচায় ৪৪ টি শ্রম আইনকে ৪ টি লেবার কোডের আইনে পরিণত করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন,সাঁকরাইল কেন্দ্রের বিধায়কা প্রিয়া পাল, জেলা INTTUC সভাপতি অরূপেশ ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদ সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, একাধিক পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ও অন্যান্য জেলা ও ব্লক স্থরের নেতাকর্মী।এদিন সভা মঞ্চ থেকে INTTUC জেলা সভাপতি অরূপেষ ভট্টাচার্য বলেন, ঠিকা শ্রমিকদের অবস্থার উন্নতি, শ্রমিকদের কাজ, তাদের অধিকারের প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন কর্মসূচি। তিনি আরও বলেন, বড়বাজার থেকে পোস্টার হোডিং ব্যানার পাওয়া যায়। সেই হোডিং বা ব্যানার মানেই দলের INTTUC নয়।
advertisement