দীর্ঘ ৯৭ দিনের সফরে সেরে সম্প্রতি বাড়ি ফিরেছেন শঙ্করবাবু। জালালেন, এখনও তাঁর দুটো চোখে ভাসছে নেপালের লুসতাং-এ ঘটে যাওয়া ধস, চোখের সামনের ৬টি দুর্ঘটনা। এসব কাটিয়ে বাড়ি ফিরেছেন স্বামী, এটা জেনেই গর্বিত তাঁর স্ত্রী।
হিমালয়ের প্রতি একটা ভালবাসা ছোট থেকেই ছিল শঙ্করবাবুর। সেই থেকেই ইচ্ছার পিছনে ছুটছেন তিনি৷ বয়সের ক্যালেন্ডারে অনেকটা সময় এগিয়ে গেলেও ছুঁতে পারেনি বার্ধক্যজনিত ক্লান্তি। ইতিমধ্যে ভারত জুড়ে ৪টি সফর সেরে ফেলেছেন তিনি। কখনও এই বাইক নিয়ে ছুটে গিয়েছেন লাদাখ, কখনও অরুণাচল, কখনও আবার গঙ্গার গতিপথ ধরে। তবে শুধুমাত্র সফর নয়, প্রতিবারই নানা সামাজিক বার্তা নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি। লাদাখে প্লাস্টিক মুক্তির বার্তা, গঙ্গা সাফাইয়ের বার্তা ছিল তাঁর সফরনামায়।
advertisement
এবার হিমালয়কে দূষণমুক্ত করার লক্ষ্যে গত ২০ অগাস্ট বাড়ি থেকে এই সফরের যাত্রা শুরু করেছিলেন। ৯৭দিনের হিমালয় প্রদক্ষিণের অভিজ্ঞতা৷ এই সফরে হোটেলকর্মী থেকে ট্রাক ড্রাইভার সকলের ভাল ব্যবহার পেয়েছেন তিনি। তবে শঙ্করবাবুর চোখে এখন একটাই স্বপ্ন, 'পৃথিবী হোক দূষণমুক্ত, হিমালয় হোক দূষণমুক্ত, সুন্দর হোক প্রকৃতি'।
রাকেশ মাইতি