TRENDING:

Howrah News: এবার দুয়ারে হাজির পশু চিকিৎসক! পশুপালনে নতুন দিশা

Last Updated:

পশুপালনে লাভের দিশা দেখাতে গ্রামীণ মানুষদের পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে পশুপালন অলাভজনক হয়ে পড়ছে এলাকায়। সমস্যা দূর করতে পরামর্শ দিতে গ্রামে পৌঁছে গেলেন পশু চিকিৎসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পশুপালনে লাভের দিশা দেখাতে  সকলকে পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে পশুপালন অলাভজনক হয়ে পড়ছে এলাকায়। সমস্যা দূর করতে পরামর্শ দিতে গ্রামে পৌঁছে গেলেন পশু চিকিৎসক। সরকারি নির্দেশ মত দুয়ারে পশু চিকিৎসা হচ্ছে প্রায় সর্বত্র।
advertisement

এই প্রকল্পের দ্বারা দারুণভাবে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এতদিন সরকারি হাসপাতালে প্রাণী চিকিৎসার সুবিধা থাকলেও, গরু, ছাগল, হাঁস-মুরগি প্রাণীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হত। এবার নিজের পাড়াতেই পালিত প্রাণীদের চিকিৎসার সুবিধা মিলছে। এর ফলে দারুন ভাবে উপকৃত হচ্ছেন, সাধারণ মানুষ।

আরও পড়ুন: পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? সবুজে ঘেরা গ্রাম সঙ্গে শিল্পের মেলবন্ধন, ঘুরে আসুন খোয়াব গাঁ থেকে

advertisement

হাওড়ার বানিপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার পরিবারের বাস। এর মধ্যে বহু পরিবারে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন হয়। ইদানিং পশু পালনে সেভাবে লাভ না হচ্ছে না। ফলে পশু পালন থেকে অনেকেই সরে দাঁড়াচ্ছেন। সেই দিক নজর রেখে পালনকারীদের উপযুক্ত পশু পালনের পরিচর্যার কৌশল এবং সমস্যার সমাধানে জন্য ওষুধ পত্রের পাশাপাশি চিকিৎসকরা নানান পরামর্শ দিচ্ছেন।

advertisement

আরও পড়ুন: পিলারে একাধিক ফাটল! ভয়ঙ্কর অবস্থা ব্রিজের, আতঙ্কে এলাকাবাসী

এই সমস্যার একাধিক কারণ রয়েছে বিস্তারিত জানালেন প্রাণী চিকিৎসক ড. সুব্রত রায়। তিনি জানান, পশু পালনের এই সমস্যার কারণ হল কৃমি, হরমোন জনিত কারণ এবং অনেক সময় পরিচর্যার অভাবেও দেখা যায়।

advertisement

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এবার দুয়ারে হাজির পশু চিকিৎসক! পশুপালনে নতুন দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল