TRENDING:

Howrah News: চা বিক্রি করে এক মাসে এক লাখ টাকা আয়! বিশ্ববিদ্যালয় পড়ুয়ার কীর্তিতে মজে হাওড়াবাসী

Last Updated:

Howrah News: চা বিক্রি করেই উপার্জনের পথ দেখালেন পড়ুয়া চা বিক্রেতা। হাওড়া শহরে পান, গোলাপ, এলাচ ও চকোলেট স্বাদের চায়ে মজে শহরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: চা বিক্রি করে লক্ষ টাকা আয়ের দিশা দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া চা বিক্রেতা। দিনের শুরুতে চায়ের কাপে চুমুক এই অভ্যাস প্রায় সকলেরই। তবে এমনও বহু মানুষ রয়েছেন যাঁরা ঘণ্টায় ঘণ্টায় চায়ের কাপে চুমুক দেন। রীতিমতো চায়ের প্রতি নেশাগ্রস্ত তাঁরা। রাস্তার অলিগলি থেকে পাঁচ তারা হোটেল, চায়ের চাহিদা সর্বত্রই। বর্তমানে সারা দেশ এমনকী আমাদের এ রাজ্যে চায়ের বিশেষ আকর্ষণ রয়েছে। ইদানীং নানা স্বাদের চা-ও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
advertisement

এবার হাওড়া শহরের বুকেও পাওয়া যাচ্ছে ফ্লেবার চা! যে সে কোনও স্বাদ  না, রয়েছে পান চা, গোলাপ চা, চকোলেট চা, এলাইচি চা-- সব মিলিয়ে প্রায় ১৬ ধরনের চা। বিভিন্ন স্বাদের চায়ের সম্ভার রয়েছে সেই দোকানে। শহরের বুকে এক ডাকে এই দোকান চিনেও ফেলেছেন শহরবাসী। বিভিন্ন স্বাদের চায়ের খোঁজে দোকানে মানুষের ভিড় জমান রোজ। পুরুষ-মহিলা, কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া আবার কাজ ফিরতি মানুষ কেউই বাদ দেন না এই চায়ের এক চুমুক।

advertisement

আরও পড়ুন: তুঙ্গে বিয়েবাড়ির প্রস্তুতি, চলছে মাছ ভাজা-মাংসে দই মাখানো! হঠাৎ সবাই উধাও, কী হল শুধু জানুন

আরও পড়ুন: দাঁতে দাঁত লাগানো ঠান্ডা দার্জিলিংয়ে, তাপমাত্রা হিমাঙ্কের নীচে! ছবি দেখলেই ঠান্ডা লাগছে যেন

এই দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চা খেতে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ। বিশেষ করে যে বিষয়টি ক্রেতাদের মন জয় করেছে। বিক্রেতার হাত থেকে টিস্যু পেপার জড়ানো এক ভার চা হাতে তুলে নিতে দারুণ উৎসাহ ক্রেতাদের। দোকানের পড়ুয়া বিক্রেতার দাবি, 'এক বছর আগে এই দোকানের পথ চলা শুরু। শুরুতে এক মাসে যা বেচাকেনা হয়েছিল তা শুনলে অবাক হবেন সকলে। প্রথম মাসেই এক লক্ষ পাঁচ হাজার টাকা আয় করেছিলাম।' এটা প্রতি মাসে করা সম্ভব বলেও আশাবাদী তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: চা বিক্রি করে এক মাসে এক লাখ টাকা আয়! বিশ্ববিদ্যালয় পড়ুয়ার কীর্তিতে মজে হাওড়াবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল