এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, কয়েক মাস যাবত এই প্রতারণার চক্র চালাচ্ছিলেন ওই ব্যক্তি, বিডিও অফিসের সামনেই তাকে ঘোরাফেরা করতে দেখা যেত বলে জানা যায়। কয়েক মাসে একাধিক ব্যক্তির থেকে টাকা নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। চাকরি দেওয়া নামে মানুষকে ভুল বুঝিয়ে টাকা তোলার অভিযোগ। কারো থেকে ১৫ হাজার ৩০ হাজার বা তারও বেশি টাকা নেওয়ার অভিযোগ।
advertisement
বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড় বিডিও অফিসের সামনে, হঠাৎই সিসিটিভির মাধ্যমে ডোমজুড় বিডিও তিনি দেখেন তার অফিসের সামনে এক ব্যক্তিকে দুই মহিলা মারধর করছেন। তাদের ডেকে পাঠান, অভিযুক্ত ওই ব্যক্তি সহ দুই মহিলাকে। জিজ্ঞাসাবাদে মহিলাদের কাছে জানতে পারা যায়, রাজেশ চক্রবর্তী নামে ওই ব্যক্তি বিভিন্ন ভাবে তাদের থেকে চাকরি দেওয়ার নামে হাজার হাজার টাকা নিয়েছেন। মহিলাদের কাছে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিডিও অফিসের কর্মী বলে পরিচয়ও দিয়েছিলেন, তা নিজে মুখে স্বীকারও করেন বিডিও-র সামনে। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়, অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
রাকেশ মাইতি