রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়াল ইংরাজিতে এদের ফিশিং ক্যাট বলা হয়। বিলুপ্ত প্রায় আমাদের রাজ্য প্রাণী এদের বাঁচাতে সরকারি বেসরকারি নানা ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চলছে নানা ভাবে সাধারণ মানুষে সচেতন করতে প্রচার। সাধারণ মানুষকে এ বিষয়ে অবগত করতে, রাজ্য প্রাণীকে মানুষের সামনে পরিচয় করতে সরকারি বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন ভিডিওগ্রাফির মাধ্যমে হাওড়ার সাঁকরাইল আন্দুলে সচেতন শিবির অনুষ্ঠিত হল সাঁকরাইল বিডিও ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতি হাওড়া জেলা যৌথ পরিবেশ সমিতির ব্যবস্থাপনায়, হাজির ছিলেন সাঁকরাইল বিডিও নাজিরুদ্দিন সরকার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য সদস্য গণ এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ সমিতির সদস্যরা।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
December 21, 2022 10:54 PM IST