জানা গিয়েছে ব্যাঙ্কের টাকা পাইয়ে দেবার নাম করে মানুষের অর্থ হাতিয়ে নেবার প্রতারণা চলছিল দীর্ঘদিন ধরে, এমন অভিযোগও রয়েছে। ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে এই প্রতারণার ফাঁদ পেতেছিল। জানা যায় ওই কল সেন্টারের সমস্ত কর্মী বাইরে থেকেই আসত !
আরও পড়ুন: রয়্যাল বেঙ্গল টাইগারই ভরসা! সুন্দরবনের পর্যটন শিল্প এখন বাঘেদের হাতে! দর্শনেই লক্ষ্মী-লাভ!
advertisement
রাতে গোপনে অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে আটক করে পুলিশ। এরা প্রত্যেকেই এই অফিসের কর্মী বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শনিবার হাওড়া আদালতে তোলা হয়। জানা গিয়েছে এই কল সেন্টারের আসল পান্ডাকে ধরার জন্য এবং এদের সঙ্গে আর কারোর যোগ আছে কিনা তা জানতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাবে।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
Nov 26, 2022 9:50 PM IST






