পরিবার সূত্রে জানা গিয়েছে, ট্রেনের মধ্যে বন্ধুদের মধ্যে বচসা হয়েছিল।ট্রেন থেকে মঙ্গলবার বিকালে নামে তারা। সেখানে গিয়ে বচসার কারণে আসাদুল ও জাকিরকে একটি ঘরের মধ্যে থাকতে দেওয়া হয় সেদিন রাতে। সেই ঘরে আরও পরিস্থিতি জটিল হয়।
আরও পড়ুনঃ মেয়ে বাড়ি ঢুকতেই ছুটে এল গুলি! লুটিয়ে পড়লেন দমকলকর্মী, লেকটাউনের রাস্তা ভাসল রক্তে
advertisement
জানা গিয়েছে, সেখানে নামার পর রাতে শেখ জাকির হামলা চালায় শেখ আসাদুলের ওপর। তার জেরে সেখানেই মৃত্যু হয় আসাদুলের। আর এই ঘটনা ফোন মারফত সকালে জানতে পারে আসাদুলের পরিবার।
জরির কাজ করেই সংসার চলত আসাদুলের। তার পরিবারে রয়েছে বাবা মা স্ত্রী এবং তিন সন্তান। এলাকার মিশুখে ছেলের এ হেন পরিণতিতে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা যায়, বন্ধুদের সঙ্গে প্রথম ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল সে। কাজে গিয়ে পরিবারের ছেলের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মৃত আসাদুলের মা, স্ত্রী ও পাড়া প্রতিবেশীরা। বৃহস্পতিবার মৃত আসাদুলের দেহ বাড়িতে ফিরতে কান্নায় ভেঙে পরে পরিবার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ।
রাকেশ মাইতি