TRENDING:

Bangla News: বন্ধুর হাতে বন্ধু খুন! বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, হাওড়ায় চাঞ্চল্য

Last Updated:

Bangla News: বাইরের রাজ্যে কাজে গিয়ে বন্ধুর হাতে খুন যুবক, এক বন্ধুর হাতে অন্য বন্ধু খুন, মর্মান্তিক সেই খুনের দৃশ্য ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল, এই ঘটনা ঘিরে রীতিমত এলাকা তোলপাড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বাইরের রাজ্যে কাজে গিয়ে বন্ধুর হাতে খুন যুবক। এক বন্ধুর হাতে অন্য বন্ধু খুন। মর্মান্তিক সেই খুনের দৃশ্য ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল। এই ঘটনা ঘিরে রীতিমত এলাকা তোলপাড়। সূত্রের খবর, উলুবেড়িয়ার তপনা বিশ্বেশ্বরপুরের কাজের উদ্দেশে পাড়ি দেয় সাতজন যুবক। গত রবিবার জরির কাজের জন্য যায় কেরলের এরনাকুলামে।
ভিন রাজ্যে কাজে গিয়ে বন্ধুর হাতে খুন অন্য বন্ধু 
ভিন রাজ্যে কাজে গিয়ে বন্ধুর হাতে খুন অন্য বন্ধু 
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ট্রেনের মধ্যে বন্ধুদের মধ্যে বচসা হয়েছিল।ট্রেন থেকে মঙ্গলবার বিকালে নামে তারা। সেখানে গিয়ে বচসার কারণে আসাদুল ও জাকিরকে একটি ঘরের মধ্যে থাকতে দেওয়া হয় সেদিন রাতে। সেই ঘরে আরও পরিস্থিতি জটিল হয়।

আরও পড়ুনঃ মেয়ে বাড়ি ঢুকতেই ছুটে এল গুলি! লুটিয়ে পড়লেন দমকলকর্মী, লেকটাউনের রাস্তা ভাসল রক্তে

advertisement

জানা গিয়েছে, সেখানে নামার পর রাতে শেখ জাকির হামলা চালায় শেখ আসাদুলের ওপর। তার জেরে সেখানেই মৃত্যু হয় আসাদুলের। আর এই ঘটনা ফোন মারফত সকালে জানতে পারে আসাদুলের পরিবার।

জরির কাজ করেই সংসার চলত আসাদুলের। তার পরিবারে রয়েছে বাবা মা স্ত্রী এবং তিন সন্তান। এলাকার মিশুখে ছেলের এ হেন পরিণতিতে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা যায়, বন্ধুদের সঙ্গে প্রথম ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল সে। কাজে গিয়ে পরিবারের ছেলের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মৃত আসাদুলের মা, স্ত্রী ও পাড়া প্রতিবেশীরা। বৃহস্পতিবার মৃত আসাদুলের দেহ বাড়িতে ফিরতে কান্নায় ভেঙে পরে পরিবার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Bangla News: বন্ধুর হাতে বন্ধু খুন! বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, হাওড়ায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল