তবে সেই সব জিনিস বিপজ্জনক বা মানুষের মাথা ব্যথার কারণ হলেও এই জিনিসের কারুকর্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সে কথা ভেবেই শিল্পী প্রতিটি জিনিসকে প্রাণবন্ত করে তুলেছে। এই মন্ডপ গড়ে উঠেছে হাওড়ার পুঁইলা দাস পাড়ায়। এভাবে মন্ডপ গড়ে ওঠার কারণ হল, পরিবেশ দূষণ এর সমস্যা। যখন এই প্লাস্টিক যত্রতত্র মানুষের মাথা ব্যথার কারণ।
advertisement
আরও পড়ুন:পুজোর মুখেই বাড়ছে পদ্মের দাম! কেন এত আকাল? জানলে অবাক হবেন
তখন পরিবেশ সচেতনতায় বার্তায় মন্ডপ সজ্জা। এর মুখ্য উদ্দেশ্য ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ঘরে বসেই শিল্পকলার মাধ্যমে সুন্দর জিনিস তৈরির লক্ষ্য। পরিবেশ দূষণ রোধের বার্তা নিয়ে এবার দুর্গা পুজোয় হাওড়ার পুঁইল্যা দাসপারা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো মন্ডপ অবাক করবে দর্শকদের। এবার ১৩ তম বর্ষের এই পুজোর থিম ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি অপরুপ মণ্ডপসজ্জা। যা দর্শকদের মন আকৃষ্ট করার পাশাপাশি তাদের সচেতন করবে। একটি পুকুরের চতুর্দিক জুড়ে গড়ে উঠছে এই মন্ডপ।
আরও পড়ুন:
মানুষের অবহেলায় ফেলে দেওয়া এই দ্রব্য দিয়ে। কিভাবে হাতের কাজ করা যায় কিভাবে সেই হাতের কাজের সাহায্যে মন্ডপ সাজিয়ে তোলা যায় মন্ডপ দেখলে মনে হবে। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি প্রভাত সিং ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সত্যেষ মুখোপাধ্যায় জানান, তাঁদের এবছরের থিমের নাম” ফেলনা নয় খেলনা”। বিভিন্ন বর্জ ফেলে না দিয়ে সেগুলো ঘরের মধ্যে নানা শিল্প করা যায়। এরফলে একদিক দিয়ে যেমন পরিবেশ দূষণ রোধ হবে। অপরদিকে বাংলার শিল্পকলায় বৈচিত্র আসবে। তাই এখানে প্ল্যাস্টিকের বোতল,কাগজের ফোম,শোলা,বেত দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মন্ডপ। এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 , Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023
রাকেশ মাইতি