TRENDING:

Green Mango Ice cream Recipe: গরম তো জমিয়ে পড়েছে! কয়েক মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আইসক্রিম

Last Updated:

গরমে অন্যান্য মুখরচোখক খাবারের থেকেও মানুষের ঢের বেশি আকর্ষণীয় আইসক্রিম, কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন গরমে সুস্বাদু আইসক্রিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: গরমে অন্য মুখরচোখক খাবারের থেকেও মানুষের ঢের বেশি প্রিয় আইসক্রিম। গরমে অবসর সময়ে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দোকানের মতো আইসক্রিম।
advertisement

গ্রাম বা শহর বর্তমান সময়ে প্রায় সারা বছরই আইসক্রিমের চাহিদা থাকে দারুণ। সেই দিক থেকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে আইসক্রিম পার্লার গুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। গরমের সময় বিভিন্ন ফ্লেভার ও বিভিন্ন ধরনের আইসক্রিমের প্রতি লোভ বা আকর্ষণ প্রায় সমস্ত বয়সের মানুষের। আবার সেই আইসক্রিম যদি এমন হাতে তৈরি হয় তাহলে তো আর কথাই নেই। বিভিন্ন রকম স্বাদের আইসক্রিম তৈরি করা যেতে পারে।

advertisement

দুধ মালাই, নারকেল, বিস্কুট, চকোলেট মশলা এবং বিভিন্ন ফল দিয়ে। গরমের সময় সহজেই হাতের কাছে কাঁচা আম থাকে। কাঁচা আমের তৈরি আইসক্রিম দারুণ আকর্ষণীয়।

উপকরণ- কাঁচা আম, চিনি, লবণের সঙ্গে দেওয়া যেতে পারে পুদিনা পাতা।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রণালী – কাঁচা আমের ভাল করে খোলা ছাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ঘন ছাঁকনিতে ঘোষে আমের শাঁস বের করে নিতে হবে। গাঢ় শাঁসের সঙ্গে শিলে বা মিক্সিতে বেটে নেওয়া চিনি মিশিয়ে, তার সঙ্গে মেশান পরিমাণ মতো বিট লবণ। মিশ্রণ তৈরি হলে এর সঙ্গে দেওয়া যেতে পারে বাটা পুদিনা পাতা। এটি আইসক্রিম কন্টেইনারে দিয়ে ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেই তৈরি কাঁচা আমের আইসক্রিম।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Green Mango Ice cream Recipe: গরম তো জমিয়ে পড়েছে! কয়েক মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আইসক্রিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল