TRENDING:

Howrah News: মেডিকেলে মৃত্যু হাওড়ার বছর দেড়েকের শিশুর, ভুগছিল জ্বর-সর্দিতে

Last Updated:

সিভিক ভলেন্টিয়ার ভানু দাসের দেড় বছরের সন্তানকে অসুস্থ অবস্থায় গত শনিবার উদয়নারায়ণপুরের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই শিশুটি মারা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক ক্রমশই বাড়ছে। এর‌ই মধ্যে জ্বর, সর্দির উপসর্গ নিয়ে কলকাতার হাসপাতালে মৃত্যু হল উদয়নারায়ণপুরের এক বছর দেড়েকের শিশুর। শিশুদের মৃত্যুর সঠিক কারণ কী তা না জানা গেলেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাকি অভিভাবকদের মধ্যে।
advertisement

প্রতিবছরই শীত বিদায় নেওয়ার সময় জ্বর-সর্দির প্রকোপ দেখা যায়। এবছরও একই অবস্থা। তবে অ্যাডিনো ভাইরাস ছড়িয়ে পড়ায় এবং ইতিমধ্যেই তাতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শিশুর মৃত্যুতে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে জানা গিয়েছে, হাওড়া গ্রামীণ পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ভানু দাসের দেড় বছরের সন্তানকে অসুস্থ অবস্থায় গত শনিবার উদয়নারায়ণপুরের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই শিশুটি মারা যায়।

advertisement

আরও পড়ুন: হুহু করে ছড়াচ্ছে অ্যাডিনোভাইরাস! মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪ শিশুর মৃত্যু কলকাতায়

ওই মৃত শিশুর দাদু অশোক দাস জানা, শুক্রবার নাতির জ্বর-সর্দি হয়েছিল। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে ভর্তি করতে বলেন। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত চিকিৎসা চলে। অবস্থার অবনতি হলে গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মেডিকেলে মৃত্যু হাওড়ার বছর দেড়েকের শিশুর, ভুগছিল জ্বর-সর্দিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল