সিপিআইএম দলের তরফ থেকেও নাম প্রস্তাব করা হয়। কিন্তু শাসক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়নি। ভোটাভুটির মধ্যে বিজেপি প্রধান এবং উপপ্রধান ঠিক হয়। ভোটাভুটিতে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের হিসাবে নির্বাচিত হন সুজাতা টকাল, উপ প্রধান দীপা নস্কর। আর এই ফলাফলেই সারেঙ্গা পঞ্চায়েত শাসক দলের হাত থেকে হাতছাড়া হল।
advertisement
আরও পড়ুন- ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
আরও পড়ুন-ভয়াবহ বৃষ্টিতে নষ্ট কোটি টাকার গাড়ি, বিরাট ‘সর্বনাশ’ হল সানি লিওনের! কান্নায় ভেঙে পড়লেন নায়িকা
তবে বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল সামনে থেকেই একপ্রকার বিজেপি কে সমর্থন করল। যা তারা বিজেমূল বলে আখ্যা দেয়। বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাত এর দিকেই আঙ্গুল তুলল বামেরা। যদিও এখনও ৬ টি আসনে ভোট বাকি আছে নির্বাচনের দিন ঘোষণা হলে কি হয় সেই দিকে তাকিয়ে সাঁকরাইলবাসী।
রাকেশ মাইতি