TRENDING:

Howrah News: তৃণমূলকে পিছনে ফেলে হাওড়ার বিতর্কিত সারেঙ্গা পঞ্চায়েত দখল করল বিজেপি

Last Updated:

Howrah News: তৃণমূলের হাতছাড়া সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত, দখল করল বিজেপি, পঞ্চায়েত গণনা কেন্দ্রে তান্ডবের পর থেকে সারেঙ্গা ও পঞ্চায়েত খবরের শিরোনামে চলে আসে, তবে আঠরটি আসনের ফলাফল প্রকাশ হবার পর সেই সংখ্যা ধরেই বোর্ড গঠন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: তৃণমূলের হাতছাড়া সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত, দখল করল বিজেপি। পঞ্চায়েত গণনা কেন্দ্রে তান্ডবের পর থেকে সারেঙ্গা ও পঞ্চায়েত খবরের শিরোনামে চলে আসে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী সারেঙ্গা এবং মানিকপুর দুটি পঞ্চায়েতে পুনরায় ভোট হবে। তার মধ্যেই সারেঙ্গা পঞ্চায়েতে যে কটি আসনে ফলাফল বের হয়েছিল সেই জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠনের সিদ্ধান্ত। মোট ২৪ টি আসন। আপাতত ফল বের হয় ১৮ আসনে। তার মধ্যে বিজেপি ৬ টি আসনে জয়লাভ করে CPIM জোট ISF ৭ টি জয়লাভ করে, তৃণমূল পাঁচটিতে জয়লাভ করে। শুরুতেই বিজেপির দলের পক্ষ থেকে প্রধান এবং উপপ্রধান নাম প্রস্তাব করা হয়।
প্রধান বিজেপির
প্রধান বিজেপির
advertisement

সিপিআইএম দলের তরফ থেকেও নাম প্রস্তাব করা হয়। কিন্তু শাসক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়নি। ভোটাভুটির মধ্যে বিজেপি প্রধান এবং উপপ্রধান ঠিক হয়। ভোটাভুটিতে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের হিসাবে নির্বাচিত হন সুজাতা টকাল, উপ প্রধান দীপা নস্কর। আর এই ফলাফলেই সারেঙ্গা পঞ্চায়েত শাসক দলের হাত থেকে হাতছাড়া হল।

advertisement

আরও পড়ুন- ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া

আরও পড়ুন-ভয়াবহ বৃষ্টিতে নষ্ট কোটি টাকার গাড়ি, বিরাট ‘সর্বনাশ’ হল সানি লিওনের! কান্নায় ভেঙে পড়লেন নায়িকা

তবে বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল সামনে থেকেই একপ্রকার বিজেপি কে সমর্থন করল। যা তারা বিজেমূল বলে আখ্যা দেয়। বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাত এর দিকেই আঙ্গুল তুলল বামেরা। যদিও এখনও ৬ টি আসনে ভোট বাকি আছে নির্বাচনের দিন ঘোষণা হলে কি হয় সেই দিকে তাকিয়ে সাঁকরাইলবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: তৃণমূলকে পিছনে ফেলে হাওড়ার বিতর্কিত সারেঙ্গা পঞ্চায়েত দখল করল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল