বিশাল আকার প্রায় ৬০ থেকে ৭০ ফুট উচ্চতার দুর্গা মূর্তি। জাগরণ সঙ্গে প্রতি বছর নানা রকমের থিম মডেল সেজে ওঠে মন্ডপ, ডোমজুড় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দর্শকদের মন কারে প্রতিবছর। এবার এই বিশাল আকারের দুর্গা প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে। মহা পঞ্চমীর দিন শুভ উদ্বোধন হয়। তবে তার আগে থেকেই দর্শক মন্ডপ মুখী এ কথা জানান পূজো উদ্যোক্তা বুবাই চক্রবর্তী।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয় যুবকদের হাত ধরে গ্রামের প্রথম পাঠাগারের উদ্বোধন
তিনি আরও জানান অন্যান্য বছর যে ভাবে দর্শক আসেন এবার রেকর্ড মাত্রায় ভিড় হবে বলেই আশা করছেন। বিশাল দুর্গা মূর্তির পাশাপাশি থাকছে বিভিন্ন মডেল যা দর্শকদের মন কা, এই মডেল মূলত রাজ্য সরকারের যে সমস্ত যুগন্তকারী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলিকেই মডেল আকারে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ বেহাল অবস্থায় সেতু! বিপজ্জনক ভাবেই চলছে পারাপার
বিশাল আকার দুর্গা প্রতিমা যা অভাবনীয়, দর্শকদের একাংশের মতে ডোমজুড়ের বুকে এই বিশাল আকার দুর্গা দেখার সুযোগ মিলবে তা কল্পনা করেনি, কলকাতায় বিশাল আকার দুর্গা প্রতিমা হয়েছিল, শুনেছিলাম তবে দেখার সুযোগ হয়নি। পিপিলাই জাগরণ সংঘে সেই বিশাল আকার দুর্গা প্রতিমা চাক্ষুস করতে পেরে ভীষণ আনন্দিত আমরা।
Rakesh Maity