TRENDING:

Howrah Durga Puja 2022 II এবার শুধু সেরা নয়, হাওড়ার ডোমজুড়ে সবার বড়!

Last Updated:

এবার শুধু সেরা নয়, সবার বড়! হাওড়া ডোমজুড় পিপিলাই জাগরণ সংঘে পুজো প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। পিপিলাই জাগরণ সংঘে এবারের ভাবনা সবার বড় অর্থাৎ বিশাল আকার দুর্গা মূর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : এবার শুধু সেরা নয়, সবার বড়! হাওড়া ডোমজুড় পিপিলাই জাগরণ সংঘে পুজো প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। পিপিলাই জাগরণ সংঘে এবারের ভাবনা সবার বড় অর্থাৎ বিশাল আকার দুর্গা মূর্তি। যা দেখতে হলে ঘাড় উচিয়ে দেখতে হবে দর্শকদের। প্রস্তুতি থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতে এসেছেন কারণ আগে হাওড়া জেলায় এত বড় দুর্গা কখনো দেখেনি মানুষ। বছর কয়েক আগে কলকাতায় বিশাল আকার দুর্গার কথা শুনেছে, দেখার সৌভাগ্য হয়নি। এবার সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে পিপিলাই জাগরন সংঘের মন্ডপে মানুষের ঢল।
advertisement

বিশাল আকার প্রায় ৬০ থেকে ৭০ ফুট উচ্চতার দুর্গা মূর্তি। জাগরণ সঙ্গে প্রতি বছর নানা রকমের থিম মডেল সেজে ওঠে মন্ডপ, ডোমজুড় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দর্শকদের মন কারে প্রতিবছর। এবার এই বিশাল আকারের দুর্গা প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে। মহা পঞ্চমীর দিন শুভ উদ্বোধন হয়। তবে তার আগে থেকেই দর্শক মন্ডপ মুখী কথা জানান পূজো উদ্যোক্তা বুবাই চক্রবর্তী।

advertisement

আরও পড়ুনঃ স্থানীয় যুবকদের হাত ধরে গ্রামের প্রথম পাঠাগারের উদ্বোধন

 

 

তিনি আরও জানান অন্যান্য বছর যে ভাবে দর্শক আসেন এবার রেকর্ড মাত্রায় ভিড় হবে বলেই আশা করছেন। বিশাল দুর্গা মূর্তির পাশাপাশি থাকছে বিভিন্ন মডেল যা দর্শকদের মন কা, এই মডেল মূলত রাজ্য সরকারের যে সমস্ত যুগন্তকারী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলিকেই মডেল আকারে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বেহাল অবস্থায় সেতু! বিপজ্জনক ভাবেই চলছে পারাপার

বিশাল আকার দুর্গা প্রতিমা যা অভাবনীয়, দর্শকদের একাংশের মতে ডোমজুড়ের বুকে এই বিশাল আকার দুর্গা দেখার সুযোগ মিলবে তা কল্পনা করেনি, কলকাতায় বিশাল আকার দুর্গা প্রতিমা হয়েছিল, শুনেছিলাম তবে দেখার সুযোগ হয়নি। পিপিলাই জাগরণ সংঘে সেই বিশাল আকার দুর্গা প্রতিমা চাক্ষুস করতে পেরে ভীষণ আনন্দিত আমরা।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Durga Puja 2022 II এবার শুধু সেরা নয়, হাওড়ার ডোমজুড়ে সবার বড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল