Howrah News: বেহাল অবস্থায় সেতু! বিপজ্জনক ভাবেই চলছে পারাপার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিপজ্জনক সেতুর উপর দিয়েই চলছে পারাপার। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাউরিয়ার চকমধু গ্রামের একটি সেতু। কিন্তু গত কয়েকদিন আগে উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে ওই সেতুটিকে বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করে লাগানো হয়েছে একটি নোটিস।
#হাওড়া : বিপজ্জনক সেতুর উপর দিয়েই চলছে পারাপার। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাউরিয়ার চকমধু গ্রামের একটি সেতু। কিন্তু গত কয়েকদিন আগে উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে ওই সেতুটিকে বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করে লাগানো হয়েছে একটি নোটিস। কিন্তু তারপরেও স্থানীয় মানুষজনের ওই বিপজ্জনক সেতুর উপর দিয়েই পারাপার করছে। কিন্তু উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে চক মধু গ্রামের ওই সেতুটির উপর দিয়ে কোনরকম যান চলাচল করতে পারবে না। তারপরেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু পারাপার করছে।
সাইকেল হোক কিংবা মোটর সাইকেল বা টলি সবকিছুই পারাপার করছে ওই সেতুটির উপর দিয়ে। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড়ো দুর্ঘটনা। তবে ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা মেহেদী হাসান সরদার বলেন সেতুটিকে ইতিমধ্যেই বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করেছে উলুবেড়িয়া পৌরসভা।
আরও পড়ুনঃ হঠাৎই দুটি কিডনিই বিকল কিশোরের! পাশে দাঁড়াল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন
ইতিমধ্যে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরা পর্যবেক্ষণ করেছেন ওই সেতুটিকে। খুব দ্রুত নতুন করে সংস্কার করা হবে সেতুটিকে। যদিও সেতু নিয়ে এলাকা বাসীদের কাছে জানতে চাইলে তারা বলে এই সেতু ছাড়া যদি অন্য পথ দিয়ে যাতায়াত করা হয় তাহলে দীর্ঘ পথ অতিক্রম করে তাদের যেতে হবে বাউরিয়ায়। ফলে এই সেতুটির উপরেই তাদের প্রধান নির্ভর করতে হয়। তাই স্থানীয়দের দাবি উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে যাতে দ্রুত সংস্কার করা হয় চক মধু গ্রামের খালের উপরে ওই সেতুটিকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাঁচলায় প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
স্থানীয় আসিফ আলী জানান এডুকেশন দফতর উলুবেরিয়া পৌরসভা ও এসডিও অফিসে লিখিত জানানোর পর এসডিও অফিস থেকে এই ব্রিজটিকে বিপজ্জনক ঘোষণা করেছেন। তিনি জানান, অতি দ্রুততার সঙ্গে কাজ শুরু হবে জানিয়েছেন উলুবেরিয়ার পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
September 26, 2022 1:21 PM IST