অবশেষে প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত-১৪ নম্বর ওয়ার্ডের হুগলি নদীর তীরে চেঙ্গাইল নেপালি ঘাটে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নতুন জেটি। ইতিমধ্যে স্থানীয় উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে জেটি নির্মাণের জন্য হুগলি নদী তীরবর্তী জায়গাও, জমি চিহ্নিত করণের পর মাপও হয়েছে, খুব দ্রুত কাজও চালু হবে নতুন জেটি তৈরির।
advertisement
আরও পড়ুন: ৫০০ থেকে ৩০০০! মৃতদেহ নিয়ে 'তুমুল' জুলুমবাজি! মর্গ কর্মীদের বিরুদ্ধে বিরাট অভিযোগ বর্ধমানে
যাত্রীরা জানায়, নদীর ওই পাড়ে পাকাপাকি ব্যবস্থা থাকলেও এপাড়ে কাদা পেরিয়ে নৌকায় উঠানামা করতে হয়, তার ওপর সন্ধের পর তো সেভাবে আলো থাকে না। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস তিনি বলেন, মানবিক রাজ্য সরকারের উদ্যোগে এই কাজে হাত দিয়েছে উলুবেড়িয়া পৌরসভা।
পাশাপাশি তিনি আরো বলেন, তিনি আশাবাদী আগামী ২০২৩ সালের মধ্যে এই নতুন জেটি চালু হবে। এবং তা খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের মধ্যে।
রাকেশ মাইতি