আরও পড়ুন: ডিভিসি জল ছাড়ায় বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, নৌকা চালিয়ে ঘুরছেন বিধায়ক
হাওড়া জেলার আমতা-২ ব্লকের উত্তর ভাটোরার সঙ্গে হুগলির মারোখানার মধ্যে থাকা এই বাঁশের সাঁকো দিয়ে নিত্যদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। টানা বৃষ্টির কারণে ডিভিসি মঙ্গলবার অনেক বেশি জল ছাড়ে। আর তাতেই মুণ্ডেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পায়। এক পর্যায়ে সেই জলের তোড়ে ভেসে যায় সাঁকোটি। এর জেরে ভাটোরার সঙ্গে খানাকুল-২ ব্লকের মাড়োখানার যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
সোমবার থেকে দফায় দফায় ডিভিসির জল ছাড়ার ফলে নদীতে জলের চাপ বেড়েছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী। এদিকে ডিভিসি টানা জল ছাড়তে থাকায় চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। বিপদ বেড়েছে নদীর পাড়ে বসবাসকারীদের। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে সকলকে সতর্ক করে দেওয়া হচ্ছে।
রাকেশ মাইতি






