যদিও বহু প্রতিভাবান শিল্পী রয়েছে যারা এই থিমের বা মণ্ডপ সজ্জা থেকে নিজেদের দূরে রেখেছে। তবে বহু শিল্পী আবার এই পুজোর মরশুমে থিমের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা মানুষের সামনে তুলে ধরছে বেশ আনন্দের সঙ্গে। এটাই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। তাই প্রায় সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন শিল্পীরা। পুজো মানে সেই সমস্ত শিল্পীরা দারুণভাবে উপভোগ করার একটি মাধ্যম বা সময়। বর্তমানে পুজোয় ডেকোরেটরের মন্ডপের সঙ্গেই শৈল্পিক কারুকার্য ফুটে উঠছে মন্ডপে মন্ডপে।
advertisement
আরও পড়ুন:নিমেষে উঠে যাবে এক থালা ভাত, লাউয়ের ডালে কি ফোড়ন দেয় জানেন তো? এইভাবে চেষ্টা করে দেখুন
এই কয়েক বছরে জেলায় দারুণভাবে বেড়েছে থিমের মন্ডপ সাজানোর প্রবণতা। শহরের সঙ্গে তাল মিলিয়ে গ্রামের মন্ডপ গুলিতেও থিমের আয়োজন। এ প্রসঙ্গে শিল্পী মানুষ বাউর জানান, গত কয়েক বছর ধরে থিমের মন্ডপ সাজানোর কাজে যুক্ত। শুরুতে অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে থেকে মন্ডপ সাজানোয় হাত লাগানো। তবে বর্তমানে একাধিক মণ্ডপ সাজানোর দায়িত্ব নিজের কাঁধে। বর্তমানে গ্রাম বা শহর ছোট বড় শিল্পী সমন্বয়ে জেলায় বহু মন্ডপ সেজে উঠছে। এতে অর্থনৈতিক দিক তো রয়েছে। সেদিক থেকে আশার আলো বহু শিল্পীর কাছে।
রাকেশ মাইতি